সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
সভা অনুষ্ঠিত
ম বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ নিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, রামপাল থানার ওসি সোমেন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা প্রমুখ।
দ্বি-বার্ষিক কাউন্সিল
ম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল শুক্রবার দুপুরে বিএনপি নেতা আসাদ মোলস্নার ব্যক্তিগত অফিসে সম্পন্ন হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য-সচিব সরদার রফিকুল ইসলাম এবং যুগ্ম-আহ্বায়ক খলীলুর রহমান গাজীর সঞ্চালনায় আয়োজিত কাউন্সিল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য-সচিব রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন টগর, কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন।
পথনাটক প্রদর্শনী
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
শিশু নির্যাতন, শিশু অধিকার, সুরক্ষা ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা ও উদ্যোগের অংশ হিসেবে সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে এবং ফুলকি'র আয়োজনে শুক্রবার যথাক্রমে টঙ্গী বাজার, সাভারের তেঁতুলঝোরা ও ধামসোনা এলাকায় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পথনাটক 'আমাদের শিশুরা' প্রদর্শনের আয়োজন করা হয়েছে। আয়োজনে ছিলেন নাট্যব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী, অভিনয় শিল্পী তামান্না ইসলাম, কমিউনিটি মবিলাইজার নিসা আক্তার, হাবিবুর রহমান, মনির হোসেন, আতিকুর রহমান, মারুফ মারফি ও রিশা হাবিব।
দোয়া মাহফিল
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা সদরস্থ একটি জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মামুনুল হক। দোয়া মাহফিলে ছিলেন বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ ফেরদৌসুল আলম টিটু, যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম, গন্ডামারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সৈয়দ, সদস্য-সচিব আবু সালেহ রানা ও সদস্য মোজাম্মেল প্রমুখ।
স্মরণ সভা
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে সালটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জালাল উদ্দিন জালুর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সালটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সালটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সালটিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি আফতাব উদ্দিন টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজমুল ঢালী, উপজেলা যুবলীগ আহ্বায়ক সালাউদ্দিন পলাশ, যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান সজিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আওরঙ্গ হেলাল।
চিকিৎসা সেবা
ম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাজেক ইউনিয়নের দুর্গম ওল্ডলংকর এলাকায় দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোনের মেডিকেল টিম। শুক্রবার দিনভর এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। ২৭ বিজিবি মারিশ্যা জোনের মেজর গাজী হাসান জানান, ওল্ডলংকর এলাকার আশপাশে কোনো কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়িয়ে বরাবরই চিকিৎসাসেবা নিশ্চিত করে ২৭ বিজিবি।
মতবিনিময় সভা
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২০২৫ সনে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরিক্ষার্থীদের লেখা পড়ার অগ্রগতি ও আমাদের করণীয় শীর্ষক শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ আহসান উলস্নাহ মাস্টার একাডেমিক ভবন অডিটোরিয়ামে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান। আরও বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মো. মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান মো. আব্বাস আলী।
কৃষিমেলা উদ্বোধন
ম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। উপজেলা পরিষদ চত্বরে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারিমন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টু ও চামেলী বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস।
প্রশিক্ষণ কর্মশালা
ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব মো. শাহ আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান খোদেজা রহিম কলি।
ইমামদের কর্মশালা
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে ইমামদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামী ব্যাংক ইন্দুরকানী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ইন্দুরকানী বাজার খন্দকার মমিন উদ্দিন মোজাহিদিয়া জামে মসজিদের খতিব মাও. মো. আ. জলিলের সভাপতিত্বে ও চৌরাস্তা জামে মসজিদের খতিব মাও. মো. জামাল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাও. হারুন অর রশীদ। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মাও. আ. ছালাম, মাও. তাওহীদুল ইসলাম।
পরিবার সম্মেলন
ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার বক্তব্য রাখেন টাঙ্গাইল ও গাজীপুর জেলার ডেপুটি ডিরেক্টর (ডিডি), ইউএনও মোহাম্মদ হোসেন পাটোয়ারী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন মুকুল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাশাহেদ হাসান সীমান্ত, কালিহাতী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৌমিতা হক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারিকুল ইসলাম, জাকিয়া জান্নাত বিথী, মেডিকেল অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
বার্ষিক সভা
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় মাল্টিপারপাস হলরুমে শনিবার কলমাকান্দা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার উপজেলা চেয়ারম্যান এইচএম ইলিয়াসের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মুশফিকুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সভার ভার্চুয়ালি উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মোশতাক আহমেদ রুহী। প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল কুদ্দুস বাবুল। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি ইসলাম উদ্দিন, সেক্রেটারি ক্লাস্টার পরিষদ কেশব কুমার বণিক।
ফুটবল টুর্নামেন্ট
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক বাংলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। উদ্বোধনী খেলায় ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে ১১নং বৈরচুনা ইউনিয়ন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক।
চাল বিতরণ
ম চান্দিনা (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চান্দিনায় এতিমখানা, লিলস্নাহ বোর্ডিং এবং ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত জি.আর প্রকল্পের আওতায় ৩১ টন চাল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের চাল বিতরণ করেন কুমিলস্না ৭ চান্দিনা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। ইউএনও জাবের মো. সোয়াইবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাসসহ ৩১টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা।
বজ্রপাতে পশুর মৃতু্য
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে একটি গরুর মৃতু্য হয়েছে। বজ্রপাতের লেলিহান শিখায় আহত হয়েছেন একজন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর গ্রামের বেপারি বাড়ি চৌরাস্তা এলাকায় মো. সোলাইমান শেখের বাড়িতে এই বজ্রপাতের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের ভাই মো. আবদুল শেখ জানান, দুপরে বৃষ্টির সময় ঘরে তিনি ছিলেন। এমন সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে বাহিরে গিয়ে দেখতে পান ভাই মো. সোলাইমান শেখের গোয়াল ঘরে একটি গাভী গরু মৃত অবস্থায় এবং পাশেই দশ গজ দূরে টিউবওয়েলের পাশে মো. সোলাইমানের স্ত্রী মোসাম্মত মিনারা বেগম (৫০) অজ্ঞান অবস্থায় পড়ে আছে।