মান্দায় অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে একতা প্রতিরোধ কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মন্ডলকে লাঞ্ছিত করার বিচার ও নির্ধারিত টোলহারে টোল আদায়ের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কৃষক নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং একতা প্রতিরোধ কমিটির সভাপতি আফাজ উদ্দিন মুন্সি'র সভাপতিত্বে প্রধান ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এসএম ফজলুর রহমান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী, বাংলাদেশ কৃষক সমিতির মান্দা উপজেলা শাখার সভাপতি কমরেড হাফিজুর রহমান, নওগাঁ জেলা ছাত্রইউনিয়নের আহ্বায়ক ইরাক মাহমুদ, ক্ষেতমজুর নেতা আমজাদ হোসেন, মাওলানা মকবুল হোসেন জিহাদী এবং বিশিষ্ট ধান ব্যবসায়ী হুমায়ুন কবির মঞ্জু প্রমুখ।
এ সময় কমরেড আলাউদ্দিন, খোরশেদ আলম, মোহসীন আলী, আবুল হোসেন, আব্দুল কুদ্দুস, মোসলেম আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।