শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বশেমুরকৃবি'র সঙ্গে চীনের শ্যাংডং কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বিনিময়

গাজীপুর প্রতিনিধি
  ৩০ জুন ২০২৪, ০০:০০
বশেমুরকৃবি'র সঙ্গে চীনের শ্যাংডং কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বিনিময়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ও চীনের শ্যাংডং কৃষি বিশ্ববিদ্যালয়ের (ঝউঅট) সঙ্গে পারস্পরিক সহযোগিতা বিনিময় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যাংডং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত তিনজন উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে বশেমুরকৃবি প্রতিনিধির এক আলোচনা সভা বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত হয়।

সফররত তিনজন প্রতিনিধি হলেন- শ্যাংডং কৃষি বিশ্ববিদ্যালয়ের সিপিসি পাবলিকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর প্রফেসর গুয়াংসং লি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কলেজের ডিন প্রফেসর জুয়ানগুও জু এবং (ঝউঅট) এর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং এক্সচেঞ্জ অফিসের ডেপুটি ডিরেক্টর প্রফেসর হাউয়ুন ঝাং। উপস্থিত ছিলেন- বশেমুরকৃবি'র ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানরা। অনুষ্ঠানের শুরুতে উভয় বিশ্ববিদ্যালয় তাদের সাফল্যগাঁথার সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। উভয় প্রতিষ্ঠানই তাদের নিজ নিজ গৌরবময় অর্জনের জন্য উপস্থিত শিক্ষক কর্তৃক প্রশংসিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে