ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, 'এই সম্মাননা সনদ দেওয়া হয়েছে, যাতে সরকারি দলে এসে কোনো হাইব্রিড তাদের চৌকস কথা দিয়ে আমাদের নেতাদের বিভ্রান্ত করতে না পারে। এই সার্টিফিকেট আওয়ামী লীগের নেতাকর্মী চায়নি। কিন্তু আমরা মনে করেছি যদি এই সার্টিফিকেট না দেওয়া হয় তাহলে জাল সার্টিফিকেট দিয়ে আওয়ামী লীগকে গ্রাস করতে পারে। তাই আমাদের সাবধান থাকতে হবে। দলের নেতাদের মনে রাখতে হবে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি বা মন্ত্রীর পদ চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হচ্ছে দল। সেই দলকে সংগঠিত ও শক্তিশালী করে তুলতে সর্বদা কাজ করতে হবে, সতর্ক থাকতে হবে।'
প্রতিমন্ত্রী গত শুক্রবার বিকালে উপজেলা খাদ্য গোডাউন মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ২৯৬ জন আওয়ামী লীগ ত্যাগী নেতাদের (মরণোত্তর ও জীবিত) সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। এ ছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ পরিবারের ৭৭ জনের মধ্যে ৭৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত এস এম কামাল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কুহেলি কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিঙড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ নেতারা। অনুষ্ঠানে ২৯৬ জন মরণোত্তর ও জীবিত ত্যাগী নেতাদের মধ্যে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।