'সামুদ্রিক দূষণে মাছে ভারী ধাতু প্রবেশ করছে'
প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও মাভাবিপ্রবি প্রতিনিধি
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইজের অধীনে 'বঙ্গোপসাগর কোস্টে বিভিন্ন সময়ে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতুর মাত্রা এবং স্বাস্থ্যঝুঁকিতে এর প্রভাব' প্রকল্পের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে বক্তারা বলেন, 'বিশ্বে পরিবেশগত দূষণে সমুদ্রের পানিতেও দূষণ দেখা দিয়েছে। সামুদ্রিক দূষণে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতু প্রবেশ করছে। দূষণের মাত্রা বৃদ্ধি পেলে ভারী ধাতুর উপস্থিতির মাত্রা বৃদ্ধি পেতে পারে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ট্রেজারারের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর উমর ফারুক ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এএসএম সাইফুলস্নাহ। গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান গবেষক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মো. আসলাম আলী ও কক্সবাজার বিএফআরই'র সাবেক সিএসও ডক্টর এম এনামুল হক।