শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের স্বর্ণপদক ও পুরস্কার বিতরণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩০ জুন ২০২৪, ০০:০০
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের স্বর্ণপদক ও পুরস্কার বিতরণ

ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, বিভিন্ন অনুদানের মধ্য দিয়ে দারিদ্র্য হ্রাস, শিক্ষার্থীদের জন্য সঠিক শিক্ষা, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণসহ সব ধরনের উন্নয়নের মধ্য দিয়ে জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন।

ফটিকছড়ির সৃষ্টি ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত শুক্রবার সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের স্বর্ণপদক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি সনি এসব কথা বলেন।

সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সুকান্ত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক কবি নাফিস আব্দুলস্নাহ, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউলস্নাহ, বিপস্নব দেব, তৌফিকা ফেরদৌস, সৃষ্টির ব্যবস্থাপনা পরিচালক রাজ্যশ্রী বড়ুয়া, হারাধন নাহা বসু, লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে