শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দুর্গাপুরে হাজং সম্প্র্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ৩০ জুন ২০২৪, ০০:০০
দুর্গাপুরে হাজং সম্প্র্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব

নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে একাডেমি হলরুমে এ উৎসব ভার্চুয়ালি উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

পরে হলরুমে আলোচনা সভায় একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এম রকিবুল হাসান, দুর্গাপুর সার্কেলের এএসপি আক্কাছ আলী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকৌশলী প্রোগ্রামার রতন চন্দ্র পাল, কালচারাল একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার, জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী বেলাল খান, সংগীত শিল্পী অনিমেষ হাজং, আদিবাসী নেতা বিপুল হাজং।

প্রধান অতিথি জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও জীবনমান উন্নয়ন, ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। এ কারণে আদিবাসীদের জ্ঞান ও মেধাকে আরও বিকশিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে