ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর নির্মাণের জন্য টিন এবং গৃহপালিত পশু (ছাগল) বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন। নানিয়ারচর সেনাজোনের (১০ বীর) সার্বিক তত্ত্বাবধানে 'সম্প্র্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর নির্মাণের জন্য টিন, নির্মাণে সাহায্য এবং গরিব ও অসহায় দু'টি পরিবারের মধ্যে জোন অধিনায়ক বিএ-৭৫৯৭ লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি) তিনি নিজেই পরিবারের মধ্যে স্বাবলম্বী করতে গৃহ নির্মাণে সহযোগিতা এবং টিন, গৃহপালিত পশু বিতরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন, তার দায়িত্বপূর্ণ এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে। নানিয়ারচরে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এমন কর্মসূচিতে, স্থানীয় সব স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করে আসছে।