চট্টগ্রাম বন্দরে ৫০ লাখ পিস বিদেশি সিগারেট জব্দ

নীলফামারীতে দেড় হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট দুই জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রাম বন্দরে কনটেইনারভর্তি বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস। এদিকে নীলফামারীতে দেড় হাজার মিটার জাল উদ্ধার করে ভস্মীভূত করা হয়েছে। এ ছাড়াও দুই জেলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- চট্টগ্রাম অফিস জানিয়েছে, চট্টগ্রাম বন্দরে পানির ফিল্টারের নামে আনা কনটেইনারভর্তি বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কন্টেইনারে দুই হাজার ৫০০টি ছোট কার্টুনে মোট ৫০ লাখ পিস সিগারেট পাওয়া যায় বলে বন্দর সূত্রে জানা গেছে। হামকো করপোরেশন নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এসব আমদানি করে। চট্টগ্রাম চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার এ কে এম খায়রুল বাশার বন্দরে অবৈধভাবে আমদানিকৃত একটি কনটেইনারে বিদেশি সিগারেট আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে দেড় হাজার মিটার জাল উদ্ধার করে ভস্মীভূত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শহরের কালিতলা বাস টার্মিনাল এলাকায় এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এর আগে তিস্তা সেচ ক্যানেল থেকে ১২টি চায়না রিং জাল, তিনটি কারেন্ট জাল ও একটি আড়াআড়ি বাঁধ দেওয়া মশারি জাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া জালের মূল্য ৬২ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায় ও নীলফামারী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক রুবেল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এসব জাল দিয়ে মাছ শিকার আইনত অপরাধ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা জাল জনসম্মুখে পুড়ে ফেলা হয়। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোহাম্মদ মিনহাজ (২৪) নামে এক যুবককে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। অভিযানকালে উপজেলা ভূমি অফিসের স্টার্ফ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি টিলা থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নুরুল হক নামের একজনকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার কাঞ্চননগর রাবার বাগানের ডলু অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন। এ ব্যাপারে এসি ল্যান্ড মেজবাহ উদ্দিন বলেন, 'সরকারি টিলা কাটায় একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের বাসাইলে এক আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের দখলে থাকা সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার বাসাইল পৌরসভার ব্রাহ্মণপাড়িল এলাকায় অভিযান চালিয়ে তাদের বসতবাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উলস্ন্যা, বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. গোলাম মোর্সেদ খান প্রমুখ।