শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

স্মার্ট বাংলাদেশ গড়তে সব ক্ষেত্রে স্মার্টনেস হতে হবে -লতিফ সিদ্দিকী এমপি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ৩০ জুন ২০২৪, ০০:০০
টাঙ্গাইলের কালিহাতীতে 'স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ' শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ আবদুল লতিফ সিদ্দিকী এমপি -যাযাদি

মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলর কমান্ডার ইন চিফ ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি বলেছেন, '২০৪১ সালের ভিশন বাস্তবায়নে প্রযুক্তির উৎকর্ষে নিজেকে গড়ে তোলার বিকল্প নেই। এজন্য স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে স্মার্টনেস হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই অগ্রগামী ভূমিকা রাখতে হবে।'

শনিবার টাঙ্গাইলের কালিহাতীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত 'স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ' শীর্ষক সেমিনার ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'চতুর্থ শিল্প বিপস্নবে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে হলে দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার জানতে হবে। সময়ের চাহিদা মেটাতেও তথ্য প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে- এজন্য সবাইকে বিজ্ঞান মনষ্ক মকানসিকতায় তথ্য প্রযুক্তির জ্ঞান আহরণ ও ধারণ করতে হবে।'

কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ওই সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিসিএসআইআরর চিফ সাইন্টিফিক অফিসার লিটন মুন্সি, সিনিয়র সাইন্টিফিক অফিসার মোতালেব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে