হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। এদিকে, চুয়াডাঙ্গার জীবননগরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার ও দামুড়হুদায় ভৈরব নদীতে ডুবে শিশুর মৃতু্য হয়েছে। এছাড়া যশোরের শার্শায় সাপের কামড়ে শিশুর মৃতু্য, চট্টগ্রামের সাতকানিয়ায় গৃহবধূর আত্মহত্যা ও ফরিদপুরের ভাঙ্গায় পাট ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, আজমিরীগঞ্জে ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রলয় দা (৭) ও সুর্য দাস (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃতু্য হয়েছে। শনিবার সকালে উপজেলা বদলপুর ইউনিয়নের স্বমেশ্বরী মন্দিরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। প্রলয় দাস মামুদপুর গ্রামের গোবিন্দ দাসের ছেলে ও সুর্য দাস পাহারপুর গ্রামের রুবেল দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, প্রলয় ও সুর্যসহ আরও কয়েকজন শিশু স্বমেশ্বরী মন্দিরের পাশে ফুটবল খেলছিল। খেলা শেষে অন্য শিশুরা চলে গেলে তারা পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ সময় তাদের দেখা না পেয়ে মায়েরা পুকুরের তীরে তাদের ফুটবল দেখতে পায়। পরে পুকুরে পানির নিচে তাদের দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে ওই দুই শিশুকে উদ্ধার করে। আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর তেলপাম্পের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মানসিক ভারসম্যহীন ওই ব্যক্তির মাথায় ক্ষতচিহ্নসহ মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেশ কিছু দিন থেকেই অজ্ঞাত মানসিক ভারসম্যহী ওই ব্যক্তি সন্তোষপুর তেলপাম্পের কাছে থাকতেন। ধারনা করা হচ্ছে, এদিন ভোর ৫টা হতে সকাল ৬টার মধ্যে কোন এক সময় জীবননগর-চুয়াডাঙ্গা সড়কে দ্রম্নতগতির পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়ে তার মৃতু্য হয়। একটি শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখতে পান ব্যক্তিটি ঘটনাস্থলেই মরে পড়ে আছে। তার পরিচয় পাওয়া যায়নি।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের ভৈরব নদীতে ডুবে দাউদ (৪) নামের এক শিশুর মৃতু্য হয়েছে। গত শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের পশ্চিম পাড়ার হায়দারের ছেলে দাউদ। গত শুক্রবার সে বাড়ির পাশেই ভৈরব নদীতে গোসল করতে নামে। পানিতে খেলা করতে করতে সবার অজান্তে এক সময় নদীর মাঝে চলে যায়। পরে নদীতে গোসল করতে যাওয়া অনেকেই তাকে খোঁজ করতে থাকে। এক সময় পানির নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শা উপজেলায় বিষধর সাপের কামড়ে প্রান্তি খাতুন নামে (৬) বছরের এক শিশুর মৃতু্য হয়েছে। শনিবার সকালে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। প্রান্তি নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামের প্রাবাসী সোহাগ মিয়ার মেয়ে। সে স্থানীয় এসএম গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঘরে খাটের কাছে বসা ছিল প্রান্তি। এ সময় তার হাতে বিষধর একটি সাপ কামড় দেয়। প্রান্তির চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে প্রথমে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ও পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রান্তির মৃতু্য হয়।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় পরকীয়া প্রেমিকের বস্নাকমেইলের শিকার হয়ে গলায় ফাঁস লাগিয়ে মুর্শেদা খানম মুন্নি (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুরগুরি এলাকার পশ্চিম পাড়ার মৃত সোনা মিয়ার বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত মুন্নি একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে নুরুল কবিরের স্ত্রী।
নিহতের মা আয়েশা সোলতানা বলেন, 'বেশ কিছুদিন আগে আমার মেয়েকে রহিম নামের একটা ছেলে কিছু আপত্তিকর ছবি নিয়ে বস্নাকমেইল করছে বলে আমাদের জানায়। এরপর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে বলে জানতে পারি। তবে আমার মেয়ের সঙ্গে এরপর কি ঘটেছে কিছুই বুঝতে পারছি না এবং সে আমাদের কিছু বলেনি। রহিমের বস্নাকমেইলে নিরুপায় হয়ে আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।'
সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমদ সাব্বির বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃতু্যর মামলা হয়েছে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় রেখা আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ বাড়ি সংলগ্ন পাট ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ভাঙ্গা পৌরসভার হোগলা ডাঙ্গী সদরদী মহলস্নার একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়। সে ওই মহলস্নার দিনমজুর আব্দুল হাই মাতুব্বরের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি দুপুরে বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যেয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন সকল স্থান খুঁজেও তাকে পায়নি।
কিশোরীর চাচা টুকু মাতুব্বর বলেন, বিকেল পাঁচটার দিকে নিজের ধান ক্ষেত দেখতে একটি পাট ক্ষেতের ভেতর দিয়ে যাওয়ার পথে তিনি ভাতিজি রেখা আক্তারের বিবস্ত্র লাশ দেখতে পান। বাড়ি এসে সবাইকে জানান এবং থানায় খবর দেন।
ভাঙ্গা থানার ওসি মামুন আল রশিদ জানান, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আমরা একটি মামলা নিব। সিআইডি ক্রাইম সিন, ডিবি পুলিশ এবং ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।