বরগুনার আমতলী, গাজীপুরের শ্রীপুর, কিশোরগঞ্জে বাজিতপুর, ময়মনসিংহের ভালুকা ও চট্টগ্রামের সীতাকুন্ডে সড়কে ঝরল পাঁচ প্রাণ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে বাসচাপায় মঞ্জুখান (৪৮) নামে পটুয়াখালীর এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মঞ্জুখান পটুয়াখালী হেতালিয়া বাজারের একজন ব্যবসায়ী শুক্রবার সন্ধ্যা ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বাসের চাপায় মঞ্জুখান নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি পটুয়াখালীর হেতালিয়া এলাকায়। ঘটনার পরপরই বাসটি আটক করে থানায় আনা হয়েছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মামুন মিয়া (৩৮) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। শনিবার সকালের দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া (৩৮) সিরাজগঞ্জ জেলার উলস্নাপাড়া থানার বালসাবাড়ি গ্রামের মো. শাহজাহান মুন্সীর ছেলে।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে বাজিতপুর উপজেলার পৌরসভার পৈলানপুর সাকিনস্থ, জনৈত জামান মিয়ার পুকুরসংলগ্ন পাকা রাস্তার পার্শ্বে গত শুক্রবার সকাল ৯ টার দিকে গাজীপুর থেকে আসা তিনজন মোটর সাইকেল আরোহী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন মিয়া (১৮) নামে একজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন দুজন। নিহত ইয়াছিন মিয়া (১৮) গাজীপুর জেলার উত্তর খামের কাপাশিয়া উপজেলার আনোয়ার হোসেনের ছেলে, তার অপর দুই বন্ধু মাসুদ মিয়ার ছেলে সানজিদ (১৯) ও সিফাতকে (১৮) প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় ইউটার্ন নেয়া বালুবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে এনা পরিবহণের চালক স্বপন হোসেন (৫৫) মারা গেছেন। নিহত স্বপন হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাঙ্গর এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। শনিবার সকাল পৌনে ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ পুলিশ হেফাজতে আছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
সীতাকুন্ডে (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সীতাকুন্ডে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে একব্যক্তির মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১৪ জনেরও বেশি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে চট্টগ্রাম আগ্রাবাদ ও কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন। বার আউলিয়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম অলঙ্কার থেকে ছেড়ে আসা একটি স্টার লাইন পরিবহণের দ্রম্নতগামী যাত্রীবাহী বাস সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা অতিক্রম করছিল। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে চট্টগ্রাম নগরীর বাসিন্দা মো. আবুল হাসেমের ছেলে মো. আবুল কাসেম (৪৫) নিহত হন। এ ঘটনায় আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, কুমিলস্না জেলার আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল মোতালেব (৫২), নোয়াখালী বেগমগঞ্জ এলাকার বাসিন্দা মো. মোস্তফার ছেলে মো. আরিফ (৩০) ও ফেনী জেলার সোনাগাজী থানাধীন এলাকার কমল চন্দ্রনাথের স্ত্রী স্বপ্না রাণী (৪৯)। এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে।