শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

পটিয়ায় গ্যাং লিডারসহ আটক ৪

মাদককারবারিসহ দুই জেলায় গ্রেপ্তার ৫
স্বদেশ ডেস্ক
  ৩০ জুন ২০২৪, ০০:০০
পটিয়ায় গ্যাং লিডারসহ আটক ৪

চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাং লিডারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটির বাঘাইছড়িতে মাদককারবারিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনী-

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাং লিডারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টায় পৌরসভার শীলপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো কিশোর গ্যাং লিডার পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আনিসুল ইসলাম আনিস (২৩), তার সহযোগী চন্দনাইশ পৌরসভার আসিফ মহিউদ্দিন (২৯), পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রিয়াদ হোসেন (২৪) ও ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আরাফাত (২৪)।

সূত্রে জানা যায়, পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার আনিসুল ইসলাম আনিসসহ সংঘবদ্ধ একটি চক্র পৌরসভার শীলপাড়া এলাকায় ইয়াবা সেবন ও বিক্রির জন্য জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পটিয়া থানার ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার বলেন, কিশোর গ্যাং লিডার আনিসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। শনিবার দুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ মামলার আসামি রিগ্যান পাঠানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিগ্যান পাঠান কান্দিপাড়া মাইমলহাটির মৃত ইয়াছিন পাঠানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিগ্যানকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের কুখ্যাত ছিনতাইকারি। তার বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতি, ছিনতাই, মাদক, চুরি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ১৪টি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।'

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের উগলছড়ি নিউজিল্যান্ড ব্রিজের নিচ থেকে ১৫৫ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলো পৌরসভার হাসিবুর রহমান (২৪), সাদেক হোসেন রিয়াদ (২০), মো. জাবেদ (২১) ও মজিবুর রহমান (২০)। শনিবার গ্রেপ্তারদের রাঙামাটি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে