চিতলমারীতে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর সমাবেশ

প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে বিগত মহামারি করোনার সময়ে নিজের সম্পত্তি বিক্রি করে এলাকার মানুষকে কয়েকবার ত্রাণ সহায়তা প্রদান, স্বেচ্ছাশ্রমে মাদ্রাসার জমির ধান কেটে দেওয়া, নিজের অর্থে মসজিদ নির্মাণ, প্রতি বছর নিজ বাড়িতে ইফতার পার্টির আয়োজন, বিভিন্ন সময় এলাকার দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র ও শীতবস্ত্র প্রদানসহ একের পর মানবিক কাজ করে এলাকায় সুনাম কুড়িয়েছেন কৃষকলীগ নেতা নাজমুল হক টিপু। শুধু তাই নয়, মসজিদের ইমামের বেতন দেওয়ার জন্য তিনি নিজ মার্কেটের একটি দোকানের ভাড়া ছেড়ে দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন সময়ে আওয়ামী দলীয় রাজনৈতিক প্রোগ্রামে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই মানবিক নেতা নাজমুল হক টিপু। কিন্তু সম্প্রতি ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে চিতলমারী টুু বাংলাবাজার সড়কে পড়ে যাওয়া একটি গাছ নিয়ে তার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করেন প্রতিপক্ষের প্রভাবশালী কৃষকদলের এক নেতা। একই সঙ্গে কয়েক বছর আগে সুপার এডিট করা একটি ইয়াবা সেবনের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মূলত এলাকায় তার ব্যাপক সুনাম ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের কতিপয় স্বার্থেন্বেষী ব্যক্তি তার সুখ্যাতি বিনষ্ট করার জন্য এ ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছেন দাবি এলাকাবাসীর। সত্তার সরদার, শিক্ষক আজাহার শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দুখু শেখ, বিশিষ্ট সমাজসেবক ফারুক সরদারসহ এলাকার দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।