শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

আখাউড়ায় দোকান মালিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২৯ জুন ২০২৪, ০০:০০
আখাউড়ায় দোকান মালিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক দোকান মালিকের ওপর হামলা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ দক্ষিণপাড়া সমাজবাসীর আয়োজনে শেখ মার্কেটের সামনে এ মানবন্ধন করা হয়। হামলার শিকার ওই দোকান মালিক হলেন মনিয়ন্দ গ্রামের শেখ মো. বাদল। মানববন্ধনে ব্যবসায়ী, দোকান মালিকসহ বহু লোক উপস্থিত ছিলেন। মানববন্ধনে হামলাকারীদের বিচার ও শাস্তি দাবি করা হয়।

মানববন্ধন থেকে বক্তব্য রাখেন হামলার শিকার শেখ মো. বাদল। তিনি বলেন, 'আমার প্রবাসি ছোট ভাইয়ের মার্কেটের একটি দোকান ঘর ভাড়া নিয়ে একই গ্রামের সালাউদ্দিন মুদি মালের ব্যবসা করেন। গত কয়েক মাস থেকে একই গ্রামের দুলাল মৃধা ও তার ভাই মিন্টু মৃধা লোকজন নিয়ে সেখানে আড্ডাবাজি করেন। বিষয়টি টের পেয়ে আমি সালাউদ্দিনকে দোকান ঘর ছেড়ে দিতে বললে তিনি ছেড়ে দেন। এতে মিন্টু মৃধা ও তার ভাই দুলাল মৃধা আমার উপর ক্ষিপ্ত হয়ে গত ২০ জুন লোকজন নিয়ে এসে জোরপূর্বক দোকানের তালা ভাঙার চেষ্টা করেন। বাধা দিলে আমার উপর হামলা চালায়। এ ঘটনায় আমি মিন্টু মৃধাকেসহ ৭ জনের নাম উলেস্নখ করে আখাউড়া থানায় একটি মামলা করেছি।'

এ ব্যপারে জানতে চাইলে মিন্টু মৃধা বলেন, 'এখানে আমাদের রাজনৈতিক অফিস ছিল। আমাদের অফিস খুলে না দিয়ে তালবাহানা করছে। বাদল শেখকে মারধরের অভিযোগ সত্য নয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে