লোহাগড়ায় সাবেক চেয়ারম্যান খুনের জের

বাদীপক্ষের ভয়ে বাড়ি ছাড়া তিন শতাধিক মানুষ

প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়া উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল হত্যা মামলার আসামিরা গত ৫ জুন হাইকার্ট থেকে জামিন পেয়েও এখনো বাড়ি ফিরতে পারছেন না। বাদী পক্ষের প্রকাশ্য সশস্ত্র মহড়া ও হুমকিতে জামিনপ্রাপ্ত আসামিদের পরিবার ও তাদের আত্মীয়-স্বজনসহ অর্ধশতাধিক পরিবারের অন্তত তিন শতাধিক মানুষ এখনো বাড়ি ছাড়া রয়েছেন। মঙ্গলহাটা গ্রামের এসব পরিবারের বাড়ি ছাড়া সদস্যরা গত কোরবানি ঈদ তো দূরে থাক, নূ্যনতম এক টুকরা মাংস বা সেমাই রান্না করে সন্তানদের মুখে তুলে দিতে পারেনি। সকাল ১১টায় মোস্তফা কামাল হত্যা মামলার আসামি সাবেক ইউপি মেম্বর আকবর হোসেন ওরফে লিপন উপজেলার শংকরপাশা গ্রামে মামা ইউসুফ শেখের বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি বলেন, এখনও বাড়ি ফিরতে পারছেন না, বাদী পক্ষের লোকজন তাকে খুন করে মোস্তফা খুনের প্রতিশোধ নেবে বলে হুংকার দিয়েছে। জানা গেছে, গত ১০ জুন অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে খুন হন মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল। এ ঘটনার পর মোস্তফা পক্ষের লোকজন ৫০টি বাড়িতে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, গবাদি পশুসহ বাড়ির সমস্ত মালামাল লুট কর নিয়ে যায়। হত্যার ঘটনায় মোস্তফার ভাই রিজাউল শিকদার বাদী হয়ে ৩০ জনের নাম এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। এর মধ্যে হাইকোর্ট থেকে ২৩ জন আসামি জামিনে রয়েছেন। এ ব্যাপারে আকবর হোসেন লিপন মেম্বর বলেন, 'আমাদের পরিবারের মহিলারা গত কয়ক দিন আগে পুলিশের উপস্থিতিতে বাড়িতে উঠতে গেলে মোস্তফার ভাই রিজাউল, জিয়াউর, ভাগ্নে শাহাজাদা, ভগ্নিপতি আকবারসহ তাদের লোকজন বাধা দিয়ে মারধর করে তাড়িয়ে দিয়েছে।' এখনও বাদীপক্ষের লোকজন তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাটসহ ব্যাপক তান্ডব চালিয়ে যাচ্ছে। হামলার ভয়ে অর্ধশতাধিক পরিবারের লোকজন বাড়িঘর ফেলে দুই মাস ধরে অন্যত্র মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তবে সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের বড় ভাই সাবেক কাউন্সিলর শাহাদত শিকদার উলেস্নখিত অভিযোগ অস্বীকার করে বলেন, 'আসামি পক্ষের লোকজনকে বাড়িঘরে উঠতে কোন বাধা দেওয়া হয়নি। আর ভাঙচুর ও লুটপাটের প্রশ্নই আসে না।'