শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ধর্ম প্রচারকরা মানবকল্যাণ ও মানব জাতির মুক্তির জয়গান গেয়েছেন -আজাদ এমপি

ফরিদপুর প্রতিনিধি
  ২৯ জুন ২০২৪, ০০:০০
ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠানের ধর্মসভায় বক্তব্য রাখেন এ. কে. আজাদ এমপি -যাযাদি

ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ বলেছেন, পৃথিবীর সব ধর্মের প্রবক্তা ও প্রচারকরাই মানবকল্যাণ ও মানবজাতির মুক্তির জয়গান গেয়েছেন। 'সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই' কবির এই চিরন্তন বাণীকে আমরা উপজীব্য করে চলতে পারলে সমাজে সংঘাত-হানাহানি কমে আসবে, বাড়বে সৌহার্দ্য ও সম্প্রীতি।

ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে ৩ দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের চরকমলাপুর নিজস্ব আশ্রমে শতবর্ষ পূর্তি উৎসব নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের স্বামী পুণ্যদানন্দ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সম্ভতানন্দজী মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ।

সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ, ভারতের বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের স্বামী শ্রেষ্ঠানন্দ, রংপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দজী মহারাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিলটন কুমার দেব, মানিকগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বালিয়াটীর অধ্যক্ষ স্বামী আদিরূপানন্দ ও ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানে সঞ্চালন করেন স্বামী দেবধ্যানানন্দ ও স্বামী কল্যাণদানন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে