শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৯ জুন ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

আলোচনা সভা

ম ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা, সদস্য পরিচয়পত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সজল কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্বর্ণশিল্পী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. ইদ্রিস মিয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা মহিলা কাউন্সিলর মিসেস জয়গুন বেগম।

প্রশিক্ষণ উদ্বোধন

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে অর্থনৈতিক শুমারি ২০২৩ বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো (বিবিএস) প্রকল্পের আয়োজনে শুক্রবার শুঁটকি গাছা কে.ডি হাইস্কুলে অর্থনৈতিক শুমারি লিস্টিং কার্যক্রমে নিয়োজিত লিস্টারদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন অর্থনৈতিক শুমারি জোনাল অফিসার জোন-২ মো. রাকিব হোসেন ও আইটি মো. রুহুল আমিন সোহান। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মো. ওমর ফারুক, আবুল হোসেন, লিলিমা খাতুন, আজমল হোসাইন, রানা, আরজিনা বানু, মামনুর রশিদ, ছানা, ফকরুল, আলামিন, ইসলাম, শাহিনারা, হাফিজুল, জিয়াউল, ফরিদা, সারমিন, নীরব, শফিকুল ইসলাম, সাব্বির হোসেন, আতিকুর রহমান। উপজেলার হাটকালুপাড়া, কালিকাপুর ও শাহাগোলা ইউনিয়ন থেকে ছেলেমেয়েসহ সর্বমোট ৩৩ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

দুর্ধর্ষ ডাকাতি

ম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার গভীররাতে উপজেলার দেবিশহরে বীর মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতিকালে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা, একটি মোটর সাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও অন্য সম্পদের পাশাপাশি গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের লাইসেন্সকৃত একটি দো'নালা বন্দুকও লুটে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল।

পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিদায় সংবর্ধনা

ম শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে জনপ্রিয় শিক্ষক দম্পতির অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সূচিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে রসায়ন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ারা খানমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ওইদিন দুপুরে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষার্থী উসায়মা ইসলাম চারু এবং পূজা রাণী ঘোষের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থীদের পক্ষে ইসরাত জাহান নিশি, জাহিদ হাসান সবুজ, মেহেরাজ হোসেন, আর রাফি ও মো. মহিবুলস্নাহ পাটোয়ারী, শিক্ষকদের পক্ষে সহকারী অধ্যাপক নূরুল হক, মো. শাহজামাল, মো. মোয়াজ্জেম হোসেন।

বিতর্ক প্রতিযোগিতা

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামী হুসাইন প্রধান অতিথি হিসেবে বলেন, বিতর্ক ও সততা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ করাই একমাত্র লক্ষ্য। বুধবার উপজেলা হল মিলনায়তনে বাজিতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠান শিক্ষার্থীদের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন বাজিতপুর সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা, কিশোরগঞ্জ জেলা দুর্নীতি কমিশনের উপসহকারী পরিচালক মো. রোমান উদ্দিন।

ত্রিবার্ষিক সম্মেলন

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সেলিম উদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক শাহাদাত রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। উদ্বোধক ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ।

প্যাকেজ বিতরণ

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ১১২ জনের মধ্যে প্যাকেজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইন্দুরকানী সরকারি সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ে বেসরকারি উন্নয় সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ'র সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়। এ সময় ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ কবির তালুকদার ইমন, সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলাম, ডিএসকের প্রতিনিধি সুপারভাইজার মিঠুন।

সভা অনুষ্ঠিত

ম বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ নিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, রামপাল থানার ওসি সোমেন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা প্রমুখ।

চিকিৎসা সেবা

ম মেহেরপুর প্রতিনিধি

মক্কা চক্ষু হাসপাতালের উদ্যোগে মেহেরপুর মলিস্নকপাড়া কবি নজরুল শিক্ষা মঞ্জিলে সপ্তাহব্যাপী চক্ষু ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে এ চক্ষু ক্যাম্পের চিকিৎসা সেবা শুরু হয়। আন্তর্জাতিক সেবা সংস্থা 'আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ড. আহমেদ তাহের আল-মিম্বারির সার্বিক দিকনির্দেশনায় বাস্তবায়নে চক্ষু ক্যাম্প পরিচালনায় ছিলেন ক্যাম্প ম্যানেজার, ওবায়েদ-উদ জামান।

আর্থিক সহায়তা

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরিব মানুষের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোলস্না। এ সময় ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া।

\হ

পুরস্কার অর্জন

ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুলস্নাহ শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন। 'সোনার বাংলা' গড়ার প্রত্যয়ে কর্মক্ষেত্রে অসামান্য অবদান এবং শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে ২০২৩- ২০২৪ এ তিনি এ শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা দৌলতপুরের ইউএনও ওবায়দুলস্নাহর হাতে শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

ওয়ার্ডের উপ-নির্বাচন

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ২৮ মার্চ ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. নার্গিস খাতুন স্বেচ্ছায় পদত্যাগ করেন। ফলে পদটি শূন্য হয়। নির্বাচনের তফসিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীনুর আলম জানান, আগামী ২৭ জুলাই সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ জুলাই। এই ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ৩ টি, মোট ভোটার সংখ্যা ৭৯৫৪ টি।

আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরা শালিখার বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে, ইরেসপো দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় বিষয় গবাদি প্রাণী পালন তিনদিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শেষ হয়েছে। বিআরডিবির প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শ্যামল কুমার দে, ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, বিআরডিবি মাগুরার উপপরিচালক মো. আরিফুল ইসলাম, ইউআরডিও দেবাশীষ কুমার দাশ, এআরডিও (ইরেসপো) সঞ্জীব মজুমদার, শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সজিব আহম্মেদ। প্রশিক্ষণে ৩০ জন মহিলা অংশগ্রহণ করেন।

গাম বুট বিতরণ

ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মানদী তীরবর্তী এলাকায় সম্প্রতি বিষধর সাপ রাসেলস ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময়ে অন্তত ২০/২৫টি সাপ জনতার হাতে মারা পড়েছে। এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে কৃষকদের সুরক্ষায় প্রাথমিকভাবে উজানচর ইউনিয়নের চর কর্নেশনা এলাকায় মজলিশপুর চরাঞ্চলের ১০০ জন কৃষকের মধ্যে গাম বুট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে