শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
আত্মহত্যার আগে হবু স্বামীর নামে চিরকুটে লিখলেন অভিযোগ

যৌতুকের বলি হলেন পটিয়ার তরুণী রিমা

চট্টগ্রাম অফিস
  ২৯ জুন ২০২৪, ০০:০০
যৌতুকের বলি হলেন পটিয়ার তরুণী রিমা

বৃহস্পতিবার রাতে মেহেদী অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। শুক্রবার দুপুরে হবে বিয়ে। আত্মীয়স্বজন আসতে শুরু করেছেন বিয়ে বাড়িতে। এরই মধ্যে ঘটে লেগ মর্মান্তিক ঘটনা। গায়ে হলুদ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে কনে রিমা আকতার (২০) আত্মহত্যা করেন। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়ায়। রিমা আত্মহত্যার আগে চিরকুটে লিখে গেছেন হবু স্বামীর নামে নানা অভিযোগ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিরা গাজী তালুকদারের বাড়িতে ঘরের দরজা বন্ধ করে বৈদু্যতিক পাখার সঙ্গে ঝুলিয়ে এ তরুণী আত্মহত্যা করেন।

জানা যায়, রিমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ আল আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি করেন। কনে রিমা ও বর মোরশেদ একই এলাকার হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক গড়িয়েছে বিয়ে পর্যন্ত। কিন্তু সেই প্রেমের বিয়েতে যৌতুকের জন্য বলি হতে হলো অকালেই রিমাকে। দুই দিন আগেও রিমার কৃষক বাবা মনির আহমদ নগদ দুই লাখ টাকা দিয়েছিলেন বর মোরশেদের পরিবারের কাছে। ফার্নিচার নিয়ে চলছিল উভয় পক্ষের হিসাব-নিকাশ। এ নিয়ে কয়েক দিন ধরে বর মোরশেদ কনে রিমাকে মোবাইল ফোনে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে অপমানে রিমা আত্মহত্যা করেছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

সুইসাইড নোটে লিখে গেছেন রিমা-'প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছি এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না, ভালো থেকো, আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলে না, আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মান-সম্মান ওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার পোস্ট মর্টেম করে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিয়ো।'

চিরকুটের শেষে রিমা আরও লিখে গেছেন, 'আর আমার পরিবারকে বলছি, মোরশেদকে তোমরা ছাড়বে না। ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা দিবা।'

নিহত রিমার ভাই আজগর হোসেন বলেন, 'বিয়েতে বরযাত্রী খাওয়া বাবদ মোরশেদের পরিবারকে নগদ দুই লাখ টাকা দেওয়া হয়েছে। তারপরও আমার বোনের কাছে যৌতুক হিসেবে ফার্নিচার, টিভি, ফ্রিজ এবং বিয়ের খরচ হিসেবে আরও নগদ টাকা দাবি করে। উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্ব্বেও যৌতুক দাবি করার অপমান সইতে না পেরে আমার বোন আত্মহত্যার পথ বেছে নেয়। মৃতু্যর আগে সে সুইসাইড নোটে নানা কথা লিখে রেখে গেছে।'

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন বলেন, হাইদগাঁও এলাকায় এক তরুণীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে