কেন্দুয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার অভিযোগ
প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিসংক্রান্ত জেরে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলের বউ ও তার পরিবারের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার গন্ডা ইউনিয়নের বৈশ্যপাট্টা গ্রামে জমি সংক্রান্ত পূর্বশত্রম্নতার জেরে অতর্কিত হামলার শিকার ইয়াসমীন আক্তার গুরুতর আহত হয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি রয়েছেন। আহত ইয়াসমীন আক্তারের স্বামী ইমরানও আহত হয়েছেন। ইয়াসমীন আক্তারের শ্বশুরের নাম বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বুধবার থানায় করা অভিযোগে জানা যায়, অভিযুক্ত শামসুন্নাহার ও জজ মিয়া তাদের প্রতিবেশী। তারা মুক্তিযোদ্ধা নিবাসে বসবাসকারী পরিবারটিকে বিভিন্ন সময়ে জোরপূর্বক উচ্ছেদের পাঁয়তারা করে আসছে। ঘটনার দিন ইয়াসমীন আক্তারকে উঠানে একা পেয়ে তারা অতর্কিত হামলা চালায় এবং এক পর্যায়ে তার গলা থেকে ৪০ হাজার টাকা মূল্যের সোনার হারটি ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে মুক্তিযোদ্ধা পরিবারটি নিরাপত্তাহীনতা ভুগছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, 'অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'