শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
পোরশায় মাছ ধরার অবৈধ সুতিজাল জব্দ

কাপ্তাই ও রাজনগর উপজেলায় মাদকসহ দুইজন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ২৯ জুন ২০২৪, ০০:০০
কাপ্তাই ও রাজনগর উপজেলায় মাদকসহ দুইজন গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই ও মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে গাঁজাসহ পেশাদার মাদক বিক্রেতা নারীসহ ২ জনকে আটক করেছেন পুলিশ। অন্যদিকে নওগাঁর পোরশায় পুনর্ভবা নদী থেকে মাছ ধরার অবৈধ সুতিজাল জব্দ করে পোড়ানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এক মহিলা পেশাদার মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃত ফুলবানু বেগম (৫০) কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার ঢাকাইয়া কলোনির বাসিন্দা বলে জানান কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালাম। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনি এলাকা হতে থানার এসআই মো. ফিরোজ আলম এবং সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২শ' গ্রাম গাঁজাসহ ফুলবানু বেগমকে আটক করা হয় বলে ওসি জানান।

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের রাজনগরে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত সাইদুল ইসলাম (৪১) রাজনগরের পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামের আছদ্দর মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজনগর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাজনগর থানার ওসি মো. আব্দুস ছালেক বলেন, পুলিশের অভিযান টের পেয়ে সাইদুল পালিয়ে যাচ্ছিল। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধ থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় পুনর্ভবা নদী থেকে মাছ ধরার অবৈধ সুতি জাল জব্দ করে পোড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে পুনর্ভবা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জালগুলো আটক করা হয়। মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান জানান, পত্রপত্রিকায় সংবাদের ভিত্তিতে ইউএনও আরিফ আদনানের নির্দেশনায় তারা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুনর্ভবা নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ বিভিন্ন জাল আটকের অভিযান পরিচালনা করেন। এসময় তারা জালগুলো আটক করলেও জালের মালিকদের আটক করা সম্ভব হয়নি বলে জানান। পরে নদীর পাড়ে মোবাইল কোর্ট বসিয়ে আটক জালগুলো পোড়ানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে