বাঁশখালীতে ইপসার সেভ দ্য চিলড্রেন সভা

প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে সাধনপুর, পুকুরিয়া, কালীপুর ও বৈলছড়ি ইউনিয়নে পাহাড়ধসে সৃষ্ট ক্ষতির প্রভাব কমিয়ে আনতে জিএফএফও সেভ দ্য চিলড্রেন ও ইপসা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেভাবে কাজ করবে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত উলিস্নখিত প্রকল্পের অবহিতকরণ সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। এতে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এ সময় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুপন কুমার নন্দী, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, সিপিপির কর্মকর্তা মিটু কুমার দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, কালীপুর রেঞ্জ অফিসার আল আমিন হক প্রমুখ। উন্নয়ন ও সংবাদকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার। এতে উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন অফিসার আবু তৈয়ব।