শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বশেমুরকৃবি'তে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক সমন্বয় সভা

গাজীপুর প্রতিনিধি
  ২৯ জুন ২০২৪, ০০:০০
বশেমুরকৃবি'তে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক সমন্বয় সভা

নাগরিকের অধিকার সংরক্ষণ করে নিরপেক্ষতার সঙ্গে অভিযোগসমূহের প্রতিকার প্রদান ও সংরক্ষণকল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিএস প্রোগ্রামের ফিশারিজ অনুষদের প্রায় অর্ধশতাধিক প্রথমবর্ষের শিক্ষার্থীদের অবহিতকরণকল্পে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ সভা পরিচালনা করেন আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মোতাহার হোসেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে স্বল্পসময়ে অল্প ব্যয়ে ভোগান্তিহীনভাবে কিভাবে নাগরিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং দাপ্তরিক সেবার পাশাপাশি অভিযোগ গ্রহণ ও প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করা যায় সে সম্পর্কে নানাবিধ দিক তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শেদা খান, প্রক্টর প্রফেসর ড. ফারহানা হক এবং আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আসিফ রেজা অনীক। সভায় উপস্থিতরা মনে করেন এ প্রতিকার ব্যবস্থার যথাযথ প্রয়োগ সর্বস্তরে নিশ্চিত হলে ২০৪১-এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অধিকতর সহজ হবে যার সুফল ভোগ করবে দেশের সব নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে