বেলকুচিতে রানা হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামে রানা প্রামাণিককে নৃশংস হত্যাকান্ডের ঘটনায় মূল হোতাদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জড়িতদের অবিলম্বে দ্রম্নত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা। এ সময় বক্তব্য রাখেন ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিম-উল আলম, নিহতের মা ফিরোজা বেগম, স্ত্রী সনি খাতুন, ছেলে গোলাম রাব্বী। উলেস্নখ্য, গত ২০ জুন সকালে উপজেলার চর গোপালপুর মধ্য পাড়া এলাকায় সেচ পাম্পকে কেন্দ্র করে পূর্ব শত্রম্নতার জেরে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত হন রানা প্রামাণিক (৪০)। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, নিহতের ঘটনায় মামলার পর নামধারী ৭ জন ও অজ্ঞাত ১ জনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।