দুই জেলায় আরও ২ লাশ উদ্ধার
রাজাপুরে কলেজছাত্রকে কুপিয়ে ও নাটোরে গৃহবধূকে গলাকেটে হত্যা
প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ঝালকাঠির রাজাপুরে কলেজছাত্রকে কুপিয়ে ও নাটোরে গৃহবধূকে গলাকেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার ও কক্সবাজারের চকরিয়ায় বিদু্যৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারতি খবর-
ঝালকাঠি ও রাজাপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝালকাঠির রাজাপুরে জমি ও পূর্বশত্রম্নতার জেরে আসিফ রহমান লিয়ন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের কাটাখালি বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি রাজাপুর থানার ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন। নিহত লিয়ন কাটাখালি বাজারের বাসিন্দা মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
নিহতের বাবা শাহ আলম অভিযোগ করে বলেন, জমি ও পূর্ববিরোধের জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে কলেজছাত্র লিয়ন ও তার বড় ভাই অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজি, দুলালেরে ছেলে শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রবের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিন্নের ছেলে শামসু কাজিসহ ১৫ থেকে ২০ জন। অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লিয়নের মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে রাজাপুর, পরে বরিশালে চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থা ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হতো। বৃহস্পতিবার সকালে স্বামী আসমত আলী ফোন করে তার ভাতিজা আনোয়ারকে তাদের বাড়িতে আসতে বলেন। ভাতিজা আনোয়ার বাড়িতে এসে ঘরের মেঝেতে গৃহবধূর গলাকাটা লাশ দেখতে পান। প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই ওই দম্পতির ৮ বছরের সন্তান নিয়ে আসমত আলী পলাতক রয়েছেন।
ওসি নান্নু খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে মাসুম মিয়া (১২) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃতু্য হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের বালুয়াকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। মাসুম একই ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামের সাইদুল মিয়ার ছেলে ও স্থানীয় বালুয়াকান্দা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
জানা যায়, মাসুম সকালে মাদ্রাসা থেকে বের হয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে অন্য সহপাঠীদের সঙ্গে খেলা করে নদে গোসল করতে নামে। একপর্যায়ে নদের পানিতে তলিয়ে যায় মাসুম। সহপাঠীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজির এক ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, নদ থেকে লাশ উদ্ধারে ঘটনায় একটি অপমৃতু্য মামলা হয়েছে।
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় নিজের মাছ ধরার বোটে ইঞ্জিন বসাতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে একরামুল হক (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃতু্য হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত একরাম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাছিম আলী সিকদারপাড়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
স্থানীয়রা বলেন, সন্ধ্যা ৭টার সময় একরাম মাছ ধরার বোটে ইঞ্জিন বসাতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় পূর্ব বড় ভেওলা ইউপির চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।