শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রামেক হাসপাতালের জনবল ও যন্ত্রপাতির চাহিদাপত্র হস্তান্তর

রাজশাহী অফিস
  ২৯ জুন ২০২৪, ০০:০০
রামেকের হাসপাতালের জনবল ও যন্ত্রপাতির চাহিদাপত্র রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ -যাযাদি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রয়োজনীয় জনবল ও মেডিকেল যন্ত্রপাতির চাহিদাপত্র স্বাস্থ্যমন্ত্রীকে প্রদানের জন্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরভবনে মেয়রের দপ্তরকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাসিক মেয়র। এ সময় হাসপাতালের পরিচালক জানান, ১ হাজার ২০০ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী থাকেন ২ হাজার ৮০০। কিন্তু ১২০০ শয্যার জনবল দিয়ে এই বিশাল পরিমাণ রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে দ্রম্নত জনবল নিয়োগ ও মেডিকেল যন্ত্রপাতির প্রয়োজন। এছাড়াও হাসপাতালটি ২ হাজার ৪০০ শয্যায় উন্নিত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা দ্রম্নত সম্পন্ন করা প্রয়োজন বলেও মনে করেন হাসপাতাল পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে