ময়মনসিংহের নান্দাইলে ট্রাক্টর উল্টে চালকের মৃতু্য হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানিয়েছেন, ময়মনসিংহের নান্দাইলে ট্রাক্টর উল্টে মো. সুজন মিয়া (৩৮) নামে এক চালকের মৃতু্য হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন বেড়িবাঁধ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা যায়, সকালে সুজন মিয়া সাব্বিরকে সঙ্গে নিয়ে ট্রাক্টর মেরামত করতে কিশোরগঞ্জ সদরে যান। মেরামত শেষে রাত সাড়ে ১০টায় ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির সামনেই বেড়িবাঁধ রোডে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃতু্য হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, 'শুনেছি তিনি নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা গেছেন। বিষয়টির খোঁজ নিচ্ছি।'
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, দামুড়হুদা উপজেলার ছোটদুধপাতিলা রেলগেটে ট্রেনের ধাক্কায় আলামিন হোসেন (২৯) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃতু্য হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ছোটদুধপাতিলা রেলগেটে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। আলামিন হোসেন উপজেলার দর্শনা থানার ডিহি কৃষ্ণপুর ডাক্তার পারার ঝন্টু আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোটদুধপাতিলা গ্রামের রেলগেটে বুদ্ধিপ্রতিবন্ধী আলামিন হোসেন রাস্তা পার হতে গেলে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সজরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ও দর্শনা রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট করে দর্শনা রেলওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে দর্শনা রেলওয়ে পুলিশ।