সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

প্রতিনিধি
বীজ বিতরণ ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের ইন্দুরকানীতে 'কৃষিই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে ঘূর্ণিঝড় 'রেমাল'-এ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে নারিকেল চারা, উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুন নেছা সুমি। সংবর্ধনা অনুষ্ঠিত ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের সংবর্ধনা ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান এবাদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস ইয়াসমীন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, খবিরুল ইসলাম, নাজমুল হক নাদিম, তোফাজ্জল হোসেন খান তোফা, মো. সম্রাট, নাজিম উদ্দীন, মামুনুর রশিদ। ফুটবল টুর্নামেন্ট ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ খেলার মাঠে খানমরিচ ইউনিয়ন দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গৌরন ভাঙ্গুড়া ইউনিয়ন দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু প্রমুখ। সার বিতরণ ম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি স?ার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলার সব ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। সেলাই মেশিন বিতরণ ম জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির জুরাছড়িতে বেকার ও দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এসব তুলে দেন উপজেলা চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। ইউপি চেয়ারম্যান ইমন চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এদিকে মৈদং ইউনিয়নে ইউপি পরিষদের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, বিভিন্ন বিদ্যালয়ে ফ্যান, হরণ ও ড্রাম সেট বিতরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা সভা ম ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দুলাল মিয়া সরদার। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত আরা, ওসি আনোয়ার হোসেন, আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মতলুব হোসেন, মহিলা ভাইস নূরুন্নাহার গুনাহ, বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা, উপজেলা স্যানিটারি পরিদর্শক হারুনুর রশীদ প্রমুখ। সেমিনার অনুষ্ঠিত ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। সেমিনারে বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেলাই মেশিন বিতরণ ম নড়াইল প্রতিনিধি নড়াইলে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুউফ মাশরাফি বিন মোর্তজার ব্যক্তিগত সহকারী জাহিদ হাসান, শহর সমাজসেবা কর্মকর্তা সুজাউদ্দিন, অনগ্রসর জনগোষ্ঠীর সমিতির কর্মকর্তা সুমন দাস, রবি দাস, গণমাধ্যমকর্মী, সেলাই মেশিন প্রাপ্ত প্রশিক্ষণার্থীরা। বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।' চারা বিতরণ ম নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে বিনামূল্যে সবজির বীজ ও ফলের চারা পেয়েছেন ছয় শতাধিক কৃষক পরিবার। বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর উদ্যোগে বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজাদি এলাকায় এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলার কৃষি সম্প্র্রসারণ অফিসার হাদিউর রহমান। বিজ'র নরসিংদী জোনের সিনিয়র জোনাল ম্যানেজার আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজ'র উপ-নির্বাহী পরিচালক কৃষিবিদ মজিবুর রহমান, সিনিয়র কৃষি অফিসার সহিদুজ্জামান শাহীন প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচি ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ১০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাড়ে ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হয়। গ্রাম উন্নয়ন কমিটি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বাঁশাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল গফুর দুদু, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও মহিলা ইউপি সদস্য উম্মে কুলসুম প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি মানিকগঞ্জের শিবালয়ে নব-নির্বচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান, ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মানিক, উথলী ইউপি চেয়ারম্যান আব্বাস আলী প্রমুখ। কৃষক প্রশিক্ষণ ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সরকারি গণগ্রন্থাগরে উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা মুখ্য পরিদর্শক নুর আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান ও কৃষক তোফাজ্জল হোসেন। প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষি অংশগ্রহণ করেন। আলোচনা সভা ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের উদ্যোগে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসল নোট এবং জাল নোটের মধ্যে পার্থক্যসহ নানা বিষয় তুলে ধরা হয়। যার মাধ্যমে একজন মানুষ সহজেই শনাক্ত করতে পারবেন কোনটি জাল আর কোনটি আসল নোট। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন, সহকারী পরিচালক শাহিনুর আলম, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আব্দুস সালাম ও গাংনী শাখার ম্যানেজার বজলুর রশিদ। সার বিতরণ ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর পলাশের ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী রোপা আমন বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুলস্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার প্রমুখ।