ফকিরহাটে গলদা চিংড়ি বিক্রি কার্যক্রম শুরু
প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মানসম্মত অংকুশ গলদা চিংড়ি পিএল উৎপাদন ও বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মূলঘর ইউনিয়নের গোয়ালবাড়ি অংকুশ গলদা হ্যাচারির আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুনর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচএম রাকিবুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহম্মেদ ও বাংলাদেশ বেতার জেলা সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন অদ্ধের্ন্দু রায়।
স্থানীয় ইউপি সদস্য কালীপদ বিশ্বাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী অনিমেষ রায়, অংকুশ গলদা হ্যাচারির পরিচালক অনুপ রায়সহ অন্যরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এদিন ২০ জন মৎস্যচাষির কাছে এক লাখ গলদা চিংড়ির পোনা বিক্রি করা হয়েছে। হাজার প্রতি দর পড়েছে দুই হাজার দুইশত টাকা। এদিকে স্থানীয় মৎস্যচাষিরা জানান, ঘেরের কাছাকাছি অত্র এলাকায় এই হ্যাচারি হওয়ায় তারা উপকৃত হয়েছেন।