'সকলে মিলে কাজ করলে প্রকল্পে শতভাগ সফলতা আসে'

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেছেন, 'সকলে মিলে কাজ করলে ফিল্ডে চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহজ হয়। সরকারি-বেসরকারি উন্নয়নমূলক প্রকল্প কাজে স্বচ্ছতা থাকে এবং শতভাগ সফলতা আসে। তৃণমূলের কাজে ইউপি সচিব ও মেম্বারদের সম্পৃক্ত করলে উপকারভোগী সিলেকশন যথাযথ হয়।' বৃহস্পতিবার বাগেরহাটে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণে পলস্নীকর্ম সহায়ক ফান্ড ও বেসরকারি সংস্থা নবলোক পরিষদের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বী ছাদেক আহমাদ। স্বাগত বক্তব্য রাখেন নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল। ওয়ার্কশপে বাগেরহাটের মোংলা উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও করণীয় বিষয়ে ফিল্ডের কার্যক্রম উপস্থাপন করেন নবলোক পরিষদের কর্মসূচি সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান ও আরআরএফের সিনিয়র সহকারী পরিচালক ড. অসিত বরণ মন্ডল। ওয়ার্কশপে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।