কেন্দুয়ায় বিদু্যৎ বিপর্যয়ে অতিষ্ঠ জনজীবন
প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় বিদু্যৎ বিপর্যয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিন গড়ে প্রায় ১৬-১৮ ঘণ্টা বিদু্যৎ বিপর্যয় ঘটছে। বিশেষ করে রাতে বিদু্যৎ না থাকা যেন নিয়মে পরিণত হয়েছে। ফলে প্রচন্ড গরমে চর্মরোগসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। নষ্ট হচ্ছে ফ্রিজে রাখা মাছ, মাংসসহ বিভিন্ন সামগ্রী।
জানা যায়, খাওয়া-দাওয়াসহ রাতের কাজের একমাত্র ভরসা হারিকেন, কুপি ও মোমবাতি। প্রচন্ড গরমে সারারাত নির্ঘুম কাটাচ্ছেন মানুষ। মানুষ, পশুপাখিসহ বিভিন্ন জীবজন্তু নানাবিধ রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ বয়সের মানুষের জন্য বিদু্যৎ বিপর্যয় যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা পলস্নীবিদু্যৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের এজিএম সালমান আমীন বলেন, 'বর্তমান সময় আমাদের চাহিদা ২২ মেগাওয়াট বিদু্যৎ, কিন্তু পাচ্ছি ৮-৯ মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। তাই লোডশেডিং দিতে হচ্ছে।'