আদালতের রায় অমান্য
ফসলি জমি কেটে রাস্তা নির্মাণ করায় শতাধিক একর জমি জলাশয়ে পরিণত
প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে আদালতের রায় অমান্য করে রাতের আঁধারে জোর করে ফসলি জমি কেটে রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয় এলাকাবাসীরা জানান।
জানা গেছে, উপজেলার আড়িয়ল ইউনিয়নের সিংহেনন্দ গ্রামে দেলোয়ার হোসেন ভূঁইয়া, বজলুর রহমান খান ও আব্দুল মালেক গাজীর তিন দাগে ৫৩, ৩১ ও ১৮ মোট ১০২ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। ওই ফসলি জমির উপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছেন একই এলাকার সিরাজ বেপারী, মতি বেপারী, মিরাজ বেপারী, আব্দুল হাই বেপারী, দেলোয়ার বেপারী, আলী বেপারী গংরা। এ ঘটনায় ২০১২ সালের ১১ নভেম্বর মুন্সীগঞ্জ আদালতে সিরাজ বেপারী গংদের আসামি করে দেলোয়ার হোসেন ভূঁইয়া একটি মামলা করেন। ওই মামলায় বাদী দেলোয়ার হোসেন ভূঁইয়ার পক্ষে আদালত রায় দেয়। রায় অমান্য করে চলতি বছরের ৩০ মে রাতের আঁধারে দুটি ভেকু দিয়ে জোর করে ফসলি জমি কেটে রাস্তা নির্মাণ করেন প্রতিপক্ষরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রাস্তা নির্মাণ করায় প্রায় শত শত একর ফসলি জমির পানি নিষ্কাশন হতে পারবে না। এতে করে ফসলি জমি ডোবাতে পরিণত হবে। শত শত কৃষক ফসল আবাদ থেকে বঞ্চিত হবেন।
দেলোয়ার হোসেন ভূঁইয়ার ভাতিজা আবু সাইদ ভুঁইয়া জানান, 'রাতের আঁধারে যখন আমরা জানতে পারলাম আমাদের ফসলি জমি থেকে রাজু বেপারী ও সিরাজ বেপারীর নেতৃত্বে বিভিন্ন স্থান থেকে প্রায় ২শ' লোক ভাড়া করে নিয়ে জোর করে মাটি কেটে নিচ্ছে, আমি থানাসহ বিভিন্ন জায়গায় ফোন দিয়েও কোনো প্রতিকার পাইনি। আমাদের দুই ফসলি জমি উদ্ধারের জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। এ ব্যাপারে মামলা করার চেষ্টা চলছে।'