'বাউবির অবসরপ্রাপ্তদের পরামর্শ ও সহযোগিতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে '

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, 'বাউবির অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।' বৃহস্পতিবার বাউবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। এ সময় তিনি অবসর প্রাপ্তদের পেনশন জটিলতা দূরীকরণ ও পেনশনের টাকা যেন তারা দ্রম্নততম সময়ের মধ্যে সহজে উত্তোলন করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু, অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামালসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাউবির আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।