শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

অস্ত্র ও মাদকসহ তিন জেলায় গ্রেপ্তার ৮

স্বদেশ ডেস্ক
  ২৮ জুন ২০২৪, ০০:০০
অস্ত্র ও মাদকসহ তিন জেলায় গ্রেপ্তার ৮

গাজীপুরের কাশিমপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার হয়েছে। এদিকে মেহেরপুরের মুজিবনগরে পিস্তল, গুলি ও মদসহ মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার হয়েছে। বুধবার রাত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো- খুলনার রূপসা থানার রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজী (৩০), ফরিদপুরের ভাঙ্গা থানার শহিদুল ইসলাম ওরফে শহীদ (৪২), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার সোহেল রানা (৩৬), খুলনার লবণচড়া থানার কাউসার ইসলাম (৩৫), একই জেলা ও থানার বাপ্পি শেখ (৩০) এবং খুলনা মহানগরীর খালিশপুর থানার হিরো হাওলাদার (৩০)।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার আমির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডে তেতুইবাড়ি এলাকায় ঘড়ি ডিটারজেন্ট ফ্যাক্টরি সংলগ্ন একটি বাগানে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত সদস্যরা। পরে বুধবার রাত দেড়টার দিকে কাশিমপুর থানা পুলিশ ও এলাকাবাসীর সমন্বয়ে চতুর দিক দিয়ে ডাকাত চক্রটিকে ঘেরাও করা হয় বিষয়টি বুঝতে পেরে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করে। সেখান হতে ৬ জন ডাকাত সদস্যকে আটক করা হয়।

এ সময় ডাকাত সদস্যদের কাছে দুটি স্টিলের চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লোহা কাটারসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের মুজিবনগরে নাজিরাকোনা সীমান্তের একটি বাড়িতে তলস্নাশি করে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মদের বোতলসহ আশরাফুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সে সোনাপুর গ্রামের হজরত আলীর ছেলে। এ সময় মাদক বহন করার উদ্দেশ্যে ব্যবহারের একটি মোটর সাইকেল জব্দ করা হয়। অস্ত্রসহ আটককৃতকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত জানান, বিজিবির দায়ের করা মামলায় ওই আসামিকে আদালতে প্রেরণ করা হচ্ছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজাসহ জিয়ারুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

আটক জিয়ারুল একই ইউনিয়নের পশ্চিম বাগভান্ডার গ্রামের দুলাল মিয়ার ছেলে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে