বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান এস.এম. আলম বলেছেন, 'শিল্পবান্ধব সরকারের প্রধানমন্ত্রী চিনিশিল্পকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। আর যাতে কোনো শিল্প কারখানা বন্ধ না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বন্ধ চিনিকলগুলোও চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।'
বুধবার ফরিদপুর চিনিকল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি চিনিকলের নিজস্ব আখ উৎপাদনের খামার, কারখানা, ফলদ বাগান, মেগচামী কেন্দ্রের আখ ক্ষেত পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, 'চিনিকলে লস আইটেমে রাখা যাবে না। চিনির পাশাপাশি খাদ্য জাতীয় অন্য কিছু উৎপাদনের দিকে যাওয়া যেতে পারে। সে বিষয়টিও ভাবা হচ্ছে। চিনিশিল্পের জন্য প্রধান কাঁচামাল আখের উৎপাদন বাড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুলস্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনূন আহমেদ অনীক, সহকারী কমিশনার (ভূমি) ইরফানুর রহমানসহ চিনিকলের কর্মকর্তা, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।