শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৮ জুন ২০২৪, ০০:০০
ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবি

নেত্রকোনার দুর্গাপুরে পাহাঢ়ি ঢল থেকে ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের কৃষকদের আয়োজনে মানববন্ধন হয়। মানববন্ধনে সর্বস্তরের কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন আশ্রাব আলী, মামুনুর রশিদ, ফরিদ মিয়া, শহিদুল ইসলাম, ইন্তাজ আলী, কবীর, মোতালেব, ফজলু, আমিনুল প্রমুখ।

বক্তারা বলেন, 'চলতি বছরের পাহাড়ি ঢলের সঙ্গে ধেয়ে আসা বালু জমিতে পড়ে জমি বালুর স্তরে পরিণত হয়েছে। ২০১০ সাল থেকে সোমেশ্বরী থেকে বালু উত্তোলনের জন্য ইজারা শুরু হয়। এরপর থেকে কৃষকরা বছরের পর বছর পাহাড়ি ঢল থেকে জমি রক্ষা পেতে শুরু করে। বর্তমান সময়ে ইজারা বন্ধ থাকায় নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি সোমেশ্বরী নদীর দুই পাড়ে স্থায়ী বেড়ি বাঁধসহ নদীটি খনন করে আমাদের ফসলি জমি রক্ষার জন্য।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে