শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

গোদাগাড়ীতে পূর্ব শত্রম্নতায় লাখ টাকার পটল ক্ষেত বিনষ্ট

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  ২৮ জুন ২০২৪, ০০:০০
গোদাগাড়ীতে পূর্ব শত্রম্নতায় লাখ টাকার পটল ক্ষেত বিনষ্ট

রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রম্নতার জেরে পটল ও ধানের চারার ক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা। এই অভিযোগ উঠেছে প্রতিপক্ষ উপজেলার পাকড়ী ইউনিয়নের চাত্রা ঝিনাইপাড়া গ্রামের আতাব উদ্দীনের ছেলে সেতাবুর, বাবুর ছেলে সজিব, রুহুল আমিনের ছেলে রাশেদুল ও নাসির উদ্দীনের ছেলে নাইমের বিরুদ্ধে।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় ভুক্তভোগী বর্গাচাষি কাইসার একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, কাইসার হামিদ আমিনুল হকের জমিতে এক বছর থেকে বর্গা করে চাষাবাদ করছেন। কিন্তু বিবাদী সেতাবুর, সজিব, রাশেদুল ও নাইম পূর্ব শত্রম্নতার জের ধরে ১২ কাঠা জমিতে লাগানো ধানের বীজ ও পটলের গাছ কেটে নষ্ট করে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কাকনহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল করিম বলেন, 'ঘটনাটি আমার নজরে আছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে