শেরপুর, সেতাবগঞ্জ ও গোয়ালন্দ পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
শেরপুরে পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন -যাযাদি
শেরপুর, দিনাজপুরের সেতাবগঞ্জ ও রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ১১২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে বাজেট পেশ করেন হিসাবরক্ষক কর্মকর্তা এইচএম সেলিম আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর আহসুল আলম নাহিদ। অন্যান্যের মধ্যে ১নং প্যানেল মেয়র নজরুল ইসলাম, পৌর সচিব আবু লাইস বজলুর রহমান, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিমসহ অন্যান্য কাউন্সিলররা এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার জন্য ৩৩ কোটি ৪ লাখ ১৭ হাজার ৭২০.৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর মেয়র আসলাম। প্রতি বছরের ন্যায় এ বছরও বাজেটে উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিশাল অংকেটর বাজেট বাস্তবায়নে সেতাবগঞ্জ পৌরবাসীর সার্বিক সহযোগিতা চেয়েছেন পৌরসভার মেয়র আসলাম। বাজেট অধিবেশনে পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার, কাউন্সিলর এবং সংবাদকর্মী উপস্থিত ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৪২৬ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে চার কোটি ৬০ লাখ ৭০ হাজার ১৩৭ টাকা। ব্যয় ধরা হয়েছে চার কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ২৬ লাখ ৯২ হাজার ৬৩৭ টাকা। উন্নয়ন প্রকল্পসমূহে আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৩১ লাখ ১৫ হাজার ২৬৮ টাকা। ব্যায় ধরা হয়েছে ৫৮ কোটি ৬০ লাখ ৮ হাজার টাকা। বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে মেয়র নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এবং প্যানেল মেয়র ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিবিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম খান, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর আলাউদ্দিন মোলস্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল প্রমুখ।