যশোরের মণিরামপুরে স্ত্রীর গলা কেটে হত্যাচেষ্টার পর স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এদিকে চট্টগ্রামের পটিয়া-কক্সবাজার রেল সড়কে ট্রেনে কাটা পড়ে একজন বৃদ্ধার মৃতু্য ও সাতক্ষীরার শ্যামনগরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
স্টাফ রিপোর্টার, যশোর ও মণিরামপুর প্রতিনিধি জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর স্বামী আত্মহত্যা করেছেন। যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ঝাউতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রী রোজিনা খাতুনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আত্মহননকারী উজির আলীর মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বুধবার দিনগত রাত ২টার দিকে স্ত্রীকে হত্যাচেষ্টার পর বৃহস্পতিবার সকালে পুলিশ উজির আলীর লাশ উদ্ধার করে।
মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, মণিরামপুর উপজেলার বালিধা গ্রামের উজির আলী পেশায় একজন ভ্যানচালক। তিনি চতুর্থ স্ত্রী রোজিনা খাতুন ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নেহালপুর ঝাউতলা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় বুধবার দিনগত রাতে ২টার দিকে স্ত্রী রোজিনাকে হত্যার উদ্দেশে ধারালো দা দিয়ে তার গলায় আঘাত করেন। এসময় ছেলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে উজির আলী পালিয়ে যান। পরে? স্থানীয়রা রোজিনাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ওসি আরও জানান, এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি সজিনা গাছে উজির আলীর গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রামের পটিয়া রেল সড়কে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লায়লা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়কের পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত লায়লা বেগম পাশের চন্দনাইশ পৌরসভার ২নং ওয়াডের পূর্ব জোয়ারা চৌধুরী পাড়া এলাকার মৃত জরি আহমদ চৌধুরীর স্ত্রী বলে জানা গেছে। তিনি কয়েক দিন আগে পটিয়ায় মেয়ের ভাড়া বাসায় বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাসার পাশ্ববর্তী রেল সড়কে হাঁটতে বের হয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে এ বৃদ্ধা মহিলা রেল সড়কের পাশ দিয়ে হাঁটতে বের হন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী দ্রম্নতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন।
পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মনিরুল ইসলাম বাবু (২৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা গ্রামের আকছেদ আলী গাজীর ছেলে। গত বুধবার বিকালে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীরা জানায়, গাবুরা চকবারা গাজী মার্কেট জামে মসজিদের মুয়াজ্জেম হিসেবে দায়িত্বরত ছিলেন মনিরুল ইসলাম বাবু। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের পর মৃতু্যর সঠিক কারণ জানা যাবে।