বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল চালডাল ও সক্রিয় টেকনোলজিস লিমিটেডে ২.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। উলেস্নখযোগ্য এই আর্থিক সহায়তা প্রতিষ্ঠানগুলোর বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে বিনিয়োগ করা হয়েছে। বিভিসিএল-এর চেয়ারপার্সন ডক্টর মোঃ সবুর খান তার বক্তব্যে বলেন, 'এটি উদ্যোক্তাদের বেড়ে উঠায় বিভিসিএল ও ড্যাফোডিল পরিবারের প্রতিশ্রম্নতির একটি উদাহরণ।'
চালডাল.কম বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ই-কমার্স পস্ন্যাটফর্ম, যা নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ শিল্পে বিপস্নব ঘটিয়েছে। প্রযুক্তি ও দক্ষ লজিস্টিক্স সেবা ব্যবহার করে চালডাল বাংলাদেশের বাজারে নতুন মানদন্ড স্থাপন করছে। বর্তমানে তারা ঢাকা, চট্টগ্রাম এবং যশোরসহ ৩টি জেলায় ২৫ লাখেরও বেশি গ্রাহককে সেবা প্রদান করছে।
'সক্রিয় টেকনোলজিস লিমিটেড' একটি স্যাস পস্ন্যাটফর্ম, যা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএমএস)। 'সক্রিয়' একটি স্মার্ট সেলস অটোমেশন সিস্টেম, যা রিটেল চ্যানেল ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। সক্রিয়র ২৪টি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে ৪০টিরও বেশি ক্লায়েন্ট রয়েছে। 'সক্রিয়' তার ক্লায়েন্টদের সেলস টিম দ্বারা বাংলাদেশের সব জেলায় ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড 'ফাউন্ডারস ইনসাইট' আয়োজন করে, যা একটি ব্যতিক্রমী ইভেন্ট যেখানে নামকরা স্টার্টআপ প্রতিষ্ঠাতারা তাদের উদ্যোক্তা জীবন, সমস্যা ও তহবিল উত্তোলন বিষয়ক অভিজ্ঞতা বর্ণনা করেন। এই অনুষ্ঠানটি ২৫ জুন ড্যাফোডিল পস্নাজার ৭১ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে উদ্যোগ ও উদ্ভাবনের পথ প্রদর্শকরা একত্রিত হয়েছিলেন।
প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন ডক্টর মো. সাবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ফ্যামিলি এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, ওয়াসিম আলিম, প্রতিষ্ঠাতা ও সিইও, চালডাল লিমিটেড, রাইসুল কবির, প্রতিষ্ঠাতা ও সিইও, ব্রেনস্টেশন ২৩ পিএলসি এবং মো. মুবির মাহবুব চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সিইও, সকরিও টেকনোলজিস লিমিটেড।
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সিইও শওকত হোসেন বলেন, 'আমরা এমন নামকরা স্টার্টআপ বিশেষজ্ঞদের একটি প্যানেল একত্রিত করতে এবং প্রতিশ্রম্নতিশীল স্টার্টআপগুলোকে আমাদের বিনিয়োগ তহবিলের মাধ্যমে সহায়তা করতে পেরে আনন্দিত। এই অনুষ্ঠানটি উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহিত করা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার প্রতি আমাদের প্রতিশ্রম্নতির প্রতিফলন।'
'ফাউন্ডারস ইনসাইট' ইভেন্টটি উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং চিন্তাশীল নেতাসহ বৈচিত্র্যময় শ্রোতাদের আকর্ষণ করেছে, যা একটি অসাধারণ নেটওয়ার্কিং সুযোগ এবং শিল্প জ্ঞান ও সেরা অনুশীলন জানার একটি পস্ন্যাটফর্ম প্রদান করেছে। সংবাদ বিজ্ঞপ্তি