চেক বিতরণ
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে ক্যানসার, কিডনি, লিবারসিরোসিস, স্টোক আক্রান্ত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহেল রানা, সুপারভাইজার শরিফুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মিনা খাতুন, কারিগরি প্রশিক্ষক রোকিয়া, অফিস সহকারী হেলাল, আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু।
সেবা প্রদান
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধুর ডিজিটাল ইউনিভার্সিটির সেবা প্রদান প্রতিশ্রম্নতি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির সেবা প্রদান প্রতিশ্রম্নতি বিষয়ক কমিটি ইউনিভার্সিটির নিজস্ব সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির সেবা প্রদান প্রতিশ্রম্নতি কমিটি ও প্রভাষক সাধারণ শিক্ষা মো. নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিডিইউ-এর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম জোয়ার্দার, বিডিইউ-এর ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন।
কৃষি মেলার উদ্বোধন
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি দপ্তর চত্বরে পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন পার্বতীপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন।
ঈদ পুনর্মিলনী
ম দৌলত খান (ভোলা) প্রতিনিধি
জমকাল আয়োজনের মধ্য দিয়ে দৌলতখান রিপোর্টার্স ইউনিটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দৌলতখান রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মনজুরুল আলম খান। দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ হামিদুর রহমান টিপু, চেয়ারম্যান হাজিপুর ইউনিয়ন পরিষদ আলহাজ ইদ্রিস সিকদার, দৌলতখান রিপোর্টার্স ইউনিটের সভাপতি কাজী জামল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান রাসেলসহ সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার দৌলতখান প্রতিনিধি আহমেদ শফী।
আড়তে আগুন
ম কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় এক অগ্নিকান্ডের ঘটনায় একটি কাঁচা মালের আড়ত সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পৌরশহরের মুন্সিরঘাট সংলগ্ন তানভীর রাইস মিল ও আড়তে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা। বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিক আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো ঘরটিতে। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আড়তে মো. আনোয়ার, টিপু, সামসু ও রিয়াজের যৌথ মালিকানায় ব্যবসাটি পরিচালনা হতো বলে স্থানীয়রা জানিয়েছেন।
শ্রেষ্ঠ সার্কেল
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আইনশৃঙ্খলার বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নেত্রকোনা জেলার পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাছ আলী। মঙ্গলবার বিকালে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার ও সম্মাননা তুলে দেন নেত্রকোনার জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
প্রথম সভা
ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করে সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুলস্নাহ, সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউলস্নাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
সমন্বয় সভা
ম বাগেরহাট প্রতিনিধি
বাল্যবিয়ে প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ইউপি কার্যালয়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন- ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। সমন্বয় সভা পরিচালনা করেন- কর্মসূচির জেলা ব্যবস্থাপক পলাশ হালদার। এর আগের দিন উপজেলার সদর ইউপি কার্যালয়ে অনুরূপ সভা করা হয়। এখানে সভাপতিত্ব করেন- সদর ইউপি চেয়ারম্যান মো. হুমাউন কবির। পৃথক দুটি সমন্বয় সভায় স্ব স্ব ইউনিয়নের ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, স্থানীয় শিক্ষক, নিকাহ রেজিস্টারসহ বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্যরা ছিলেন।
শ্রেষ্ঠত্ব অর্জন
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় 'টিম কলমাকান্দা থানা' ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জেলা পুলিশ নেত্রকোনার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ। 'টিম কলমাকান্দা থানা' জেলার মধ্যে অফিসার ইনচার্জ (ওসি) কলমাকান্দা মোহাম্মদ লুৎফুল হক, শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) মো. জালাল উদ্দিন, শ্রেষ্ঠ আইসি নূরুল আলম (সিধলী তদন্ত কেন্দ্র), শ্রেষ্ঠ এএসআই মামুন ইবনে হেলাল, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী মামুন ইবনে হেলাল ও শ্রেষ্ঠ উদ্ধারকারী এসআই জুনেব খান এই স্বীকৃতি অর্জন করেছেন। পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ সবাইকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
মানবিক সহায়তা
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৩৩ পরিবার পেল মানবিক সহায়তা। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ৩০ কেজি করে চাল। বুধবার সকালে বুলাকীপুর ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক উপ-বরাদ্দকৃত ত্রাণ কার্যক্রমের আওতায় এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া। এ সময় ছিলেন বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মো. সদের আলী, উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান, ইউপি সচিব আহাসানুল হক সরকার, ইউপি সদস্য মো. শাহিনুর আলম, মো. মুশফিকুর রহমান ও মিলন মিয়া।
কর্মশালা অনুষ্ঠিত
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা-বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় উন্নয়ন সংস্থা দাবি মৌলিক উন্নয়ন সংস্থা ও ভিলেজ অ্যাডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) দিনব্যাপী এই অবহিতকরণ কর্মশালার আয়োজন করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনার সভাপতিত্বে বক্তব্য রাখেন- নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (তোফা), পিকেএসএফ'র ব্যবস্থাপক ফজলে হোসাইন (ফরহাদ), দাবি মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার ও ভার্কের নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন।
অবহিতকরণ সভা
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলা ইউনিয়ন পরিষদের সদস্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি), শিক্ষক, ধর্মীয় নেতা, কোম্পানির প্রতিনিধি, উৎপাদক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেলান্দহ উপজেলার দূরমুঠ, কুলিয়া, মাহমুদপুর ও শ্যামপুরসহ চারটি ইউনিয়নের দুই হাজার ৮০০ উপকারভোগীর সমন্বয়ে গঠিত ১১২টি কৃষক দল গঠনের মাধ্যমে পাঁচ বছর মেয়াদি জেসমিন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন দূরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, কুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ ও শ্যামপুর ইউপি চেয়ারম্যান এস এম সায়েদুর রহমান।
মাঠ দিবস
ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে পাটচাষি কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে পাঙ্গাসী ইউনিয়নের মনোহরপুর মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, কেন্দ্রীয় পাটচাষি সমিতির সহ-সভাপতি ডা. ফরহাদ আলী, স্থানীয় ইউপি সদস্য মোজদার হোসেন প্রমুখ। মাঠ দিবসে ইউনিয়নের ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন।
শপথগ্রহণ
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগের দিন মঙ্গলবার নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাই চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত হয় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। আটঘরিয়া মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম।
উপহার সামগ্রী বিতরণ
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে। বুধবার উপজেলার উত্তরবাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলাউদ্দিন শাহ। এ সময় আরও ছিলেন, নির্মাণ শ্রমিক কুলাউড়া উপজেলা সভাপতি আবুল কাশেম আজাদ, দোকান শ্রমিক কুলাউড়া উপজেলা সভাপতি সুলতান আহমদ চৌধুরী, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিনসহ উপজেলা নেতারা।
দোয়া ও মিলাদ
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফটিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন শাহীনের সভাপতিত্বে জেলা যুবদলের সহ-সভাপতি মুনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় এ সময় ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবু আজম তালুকদার, শাহারিয়ার চৌধুরী, আহাম্মদ সাফা মেম্বার, নূরুল হুদা, দৌলত মিয়া, জসিম উদ্দিন নান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য প্রিন্স ওমর ফারুক, যুবদল নেতা মইনুল ইসলাম, মোতাহারুল ইকবাল লাভলু, ইব্রাহিম, তারেক ও মাহমুদ হাসান।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, উপজেলা যুবলীগ আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী। সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. আব্দুল মতিন।
বিদায় ও দোয়া
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
দাউদকান্দির বরকোটা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাং জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। বিশেষ অতিথি ছিলেন কুমিলস্না উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজাহান খন্দকার। এ সময় ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
শপথ গ্রহণ
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর এ শপথ বাক্য পাঠ করান। এ সময় শপথ গ্রহণ করেন মান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (তোফা), ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান আরফানা বেগম ফেন্সি। শপথ গ্রহণের পর বুধবার আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবস পালন করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠান
ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন হরিণাকুন্ডুর ঐতিহ্যবাহী সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ। বুধবার কলেজ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মলিস্নক। ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন খাতুনসহ সবাইকে সংবর্ধনা প্রদান করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মো. মোক্তার আলীসহ কলেজের শিক্ষক ও ছাত্রীরা।
ষান্মাসিক সভা
ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় বাংলাদেশের প্রান্তিক পরিবারের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং মানসম্মত শিক্ষা (এনসিওর) প্রকল্পের আওতায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি (ইডিসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। স্বাগত বক্তব্য রাখেন আশ্রয় এনসিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান আব্দল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী। অন্যান্যের মধ্যে ছিলেন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা তথ্য সেবা অফিসার তিথী রাণী শর্মা।
ক্ষুদ্র ঋণ বিতরণ
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জয়িতা অন্বেশনে বাংলাদেশ কার্যক্রমে নির্বাচিত জয়িতা ও দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে তিনজন জয়িতা ও চারজন দুস্থ নারীর মধ্যে দুই লাখ ৯০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা-বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন।
সভা অনুষ্ঠিত
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট প্রস্তুতির লক্ষ্যে শহর সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৗরসভা মিলনায়তনে বাজেট প্রস্তুতি সভায় নতুন অর্থবছরের জন্য ৩৯ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৩৬ টাকা বাজেট ঘোষণার সীদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে পৌরসভার নিজস্ব্য রাজস্ব্য আয় ছয় কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৩৬ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ৩৩ কোটি ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়। সভায় পৌর মেয়র মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর প্যানের মেয়র মামুনুর রশিদ চৌধুরী।
\হপ্রশিক্ষণ সমাপনী
ম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
'যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য' এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির রাজাপুরে তিন দিনব্যাপী কৃষি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা সভাকক্ষে এই সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান সমাপনী বক্তব্য দিয়ে কৃষকদের ট্রেনিং বার্তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলার জাইকা প্রজেক্টের ইমরান হোসেন, বিএডিসি'র উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ প্রশিক্ষণ নিতে আসা কৃষকরা।
দোকানে আগুন
ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ ব্রিজের নিচে চুনটের মোড় নামক বাজার এলাকায় মা-বাবার দোয়া নামে একটি ফ্রিজ, অটোভ্যানের ব্যাটারি ও পার্সের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১টার দিকে স্থানীয় লোকজন মো. হোসেন শেখের দোকানে আগুন দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে দোকানের ভেতর থাকা নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মতবিনিময় সভা
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নন্দীগ্রাম উপজেলা শাখার নেতাকর্মীরা। পাঁচ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের সভাপতি গৌর চন্দ্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা। এতে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো ও নন্দীগ্রাম উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অমল মাহাতো।
বিদায় অনুষ্ঠান
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে বর্ণমালা আইডিয়াল কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার অত্র প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজীব। বর্ণমালা আইডিয়াল কলেজের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ এসএম মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন।
পুরস্কার বিতরণ
ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুলস্নাহ। বিশেষ অতিথি ছিলেন- জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার ও পলাশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনি।