শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কাজিপুরে কর্মসংস্থান কর্মসূচির টাকা না পেয়ে মানবেতর জীবন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৭ জুন ২০২৪, ০০:০০
কাজিপুরে কর্মসংস্থান কর্মসূচির টাকা না পেয়ে মানবেতর জীবন

সিরাজগঞ্জের কাজিপুরে চলতি ২০২৩-২৪ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত কর্মসংস্থান কর্মসূচির টাকা কাজ শেষ হওয়ার মাসাধিককাল অতিক্রান্ত হলেও শ্রমিকরা পাননি। তাদের জন্য প্রাপ্য মজুরি না পেয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন তারা।

কাজিপুর প্রকল্প অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের দ্বিতীয় পর্যায়ে উপজেলার ১২ ইউনিয়নের ৯৭৩ জন শ্রমিক ৪শ' টাকা মজুরি হিসেবে ৩৩ দিন কাজ করেছেন। ২য় পর্যায়ে গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ২ জুন কাজ শেষ হয়েছে। এতে করে শ্রমিক পিছু ৪শ' টাকা মজুরি হিসেবে ৩৩ দিনে ১৩ হাজার দুইশ' টাকা বকেয়া রয়েছে। অথচ শ্রমিকরা এক টাকাও হাতে পাননি। জিজ্ঞাসাবাদে শ্রমিকরা জানান, এতদিন ধার দেনা করে সংসার চালালেও এখন পুত্র-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে উপরন্ত পাওনাদারের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।

কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের গান্ধাইল গ্রামের শ্রমিক মোতাহার হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, 'আমরা অতিদরিদ্র না, আমরা ভিআইপি শ্রমিক হয়ে গেছি, তা না হলে কামলা বিক্রির টাকা কেন দেওয়া হয় না।'

এ বিষয়ে কাজিপুর প্রকল্প কর্মকর্তা শাহ আলম মোলস্না জানান, 'আমরা বিল করে পাঠিয়েছি। টাকা ছাড় হলেই শ্রমিকরা পেয়ে যাবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে