বিদু্যৎ বিলব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরকারি অফিসগুলোয় কর্মকর্তাদের গাফলতির কারণে বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রায় অর্ধকোটি টাকার বিদু্যৎ বিল আটকে রয়েছে। এসব বিদু্যৎ বিল আদায়ে বারবার তাগিদ দেওয়া হলেও কোনোভাবেই বিল আদায় করতে পারছে না পিডিবি কর্তৃপক্ষ। তবে সরকারি অফিসগুলোর দাবি বরাদ্দ না পাওয়া এবং পিডিবির 'ভুতুড়ে বিল'-এর কারণেই বিল পরিশোধ করা হচ্ছে না।
সরাইল পিডিবি অফিস সূত্রে জানা গেছে, গত মার্চ মাস পর্যন্ত সরাইল উপজেলা সরকারি অফিসগুলোয় প্রায় অর্ধকোটি টাকা বকেয়া বিদু্যৎ বিল আটকে আছে। এ বিষয়ে বারবার চিঠি দেওয়ার পরও সরকারি অফিসগুলো বিল পরিশোধ করছে না। বকেয়া বিদু্যৎ বিলের মধ্যে সরাইল উপজেলা পরিষদে আটকে আছে প্রায় পাঁচ লাখ টাকা, সরাইল ইউনিয়ন পরিষদে ৩ লাখ ৩৮ হাজার টাকা, শাহবাজপুর ইউনিয়ন পরিষদ ১ লাখ ৩০ হাজার টাকা, চুন্টা ইউনিয়ন পরিষদের ১ লাখ ৬৪ হাজার টাকা, শাহজাদপুর ইউনিয়ন পরিষদ ২ লাখ ৫২ হাজার টাকা, সরাইল সাবরেজিস্টার অফিস ৩৩ হাজার টাকা, সরাইল উপজেলা ভূমি অফিস ৪৩ হাজার টাকা, শাহজাদপুর, পানিরশ্বর, সরাইল ইউনিয়ন ভূমিকা অফিস ২ লাখ ৮০ হাজার টাকা সরাইল থানা ৬ লাখ ৩৩ হাজার টাকা, খাটি হাতা হাইওয়ে ১ লাখ ৩১ হাজার টাকা, সরাইল বিজিবি ২৩ লাখ টাকা, ইতোমধ্যে বিল পরিশোধ না করায় সরকারি-বেসরকারি গ্রাহকদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।
সরাইল পিডিবির নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারজ্জামান জানান, বিল পরিশোধের ব্যাপারে প্রতিষ্ঠানগুলোকে বারবার তাগিদ দেওয়ার পর অফিসগুলো কোনো কর্ণপাত করেনি। বিষয়টি বিদু্যতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।