অপরাধ নির্মূলে পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নেই -বাউবি উপাচার্য

প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, 'অপরাধ নির্মূলে পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু আইন করে নয়, যৌন নির্যাতনসহ সব অপরাধ নির্মূলে পারিবারিক শিক্ষা, মূল্যবোধ সৃষ্টি, পারস্পরিক সম্প্র্রতি ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে।' বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি : প্রতিরোধ ও প্রতিকার' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'সবার আগে প্রয়োজন শৈশব থেকেই শিশুকে সচেতন, ব্যক্তিত্বসম্পন্ন, উন্মুক্ত আলোচনার সুযোগসহ বিজ্ঞান মনস্ক, মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। যৌন নির্যাতনকে তিনি সমাজের ক্যান্সার হিসেবে উলেস্নখ করে বলেন, এখনই সময় এই ক্যান্সার নির্মূলে সর্বত্রই জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা। বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের অনুষ্ঠানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সানজিদা আখতার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, বাউবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল প্রমুখ।