যশোরে মাদকের দুই মামলায় তিন কারবারির যাবজ্জীবন

প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে মাদকের দুই মামলায় তিন মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আলাদা রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বেনাপোলের আমড়াখালি কাগমারি গ্রামের আলমগীর হোসেনের ছেলে জসিম উদ্দিন জব্বার, সাজু হোসেনের ছেলে রাকিব হোসেন এবং খুলনা রূপসার বেলফুলয়া গ্রামের বাসিন্দা ও ঝালকাঠি সদরের গাবখান গ্রামের মৃত ইসমাইল আলী খাঁর ছেলে শওকত আলী খাঁ। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জুলাই শার্শা থানা পুলিশ বেনাপোল মহাসড়কের সাভারন-সাতক্ষীর মোড় থেকে শওকত আলীকে আটক ও তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানায় তার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক ফারজানা ইয়াসমিন। অন্যদিকে, ২০১৮ সালের ১০ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর 'ক' সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পৌরসভার আমড়াখালি কাগমারি ময়লাখানা থেকে জসিম উদ্দিন ও রাকিবকে আটক করে। তাদের কাছে থাকা বস্তা তলস্নাশি করে ৪৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দু'জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করে পুলিশ। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচহাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক শিমুল কুমার বিশ্বাস। তিন আসামিই পলাতক রয়েছেন।