পাথরঘাটায় হরিণের ২ মাথা ও ৯টি চামড়া উদ্ধার
প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত অবস্থায় হরিণের ২টি মাথা ও ৯টি চামড়াসহ শিং, পা ও লেজ উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিশখালী নদী সংলগ্ন লালদিয়া চর এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালদিয়ার চরে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গলের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি হরিণের মাথা, ৯টি চামড়া, ১১টি পা, ৪টি লেজ এবং ৪টি শিং উদ্ধার করা হয়।
পরবর্তীতে জব্দকৃত হরিণের চামড়া, মাথা ও শিংসহ সবকিছু পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।