বগুড়ায় ব্যাংকের ভল্ট থেকে চুরি হওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখার ভোল্ট ভেঙে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িতদের মধ্যে ৪ জনকে আটক হয়েছে। এছাড়া চুরিকৃত টাকার মধ্যে প্রায় ১১ লাখ টাকা উদ্ধার হয়েছে। পুলিশের এই অভিযানের সময় একটি মাটর সাইকেলও আটক করা হয়। টানা ৫ দিন বগুড়া পুলিশের সমন্বিত টিম জেলার বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকায় অভিযান চালায়। পরে রোববার এবং সোমবার অভিযুক্ত ৪ জনকে আটক ও টাকাসহ অন্যান্য আলামত উদ্ধার করে। মঙ্গলবার বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলো পাভেল (২৫), বিপস্নব সরকার মিঠুন ওরফে মিঠু (২৮), বিমল রাজভর (৩০) ও জাহিদুল ইসলাম (২৯)। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার জানান, ৪ জনকে গ্রেপ্তার করা হলেও আরও ১ জন এর সঙ্গে জড়িত রয়েছে। গ্রেপ্তারদের বাড়ি থেকে সব মিলিয়ে ১০ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।