শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রুয়েটে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী অফিস
  ২৭ জুন ২০২৪, ০০:০০
রুয়েটে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে এপিএ সংক্রান্ত নৈতিকতা কমিটি এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন গবেষণা ও সম্প্র্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজের (আইইইএস) পরিচালক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, সব পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক ও এপিএ সংক্রান্ত বিভিন্ন কমিটির কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে