শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
দুই জেলায় ৩ মাদককারবারি আটক

কর্ণফুলীতে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ২৭ জুন ২০২৪, ০০:০০
কর্ণফুলীতে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছের্ যাব। এছাড়া মেহেরপুরের গাংনীতে ও পাবনার সাঁথিয়ায় তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের কর্ণফুলীতে অস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেপ্তার করেছের্ যাব। মঙ্গলবার কর্ণফুলী থানাধীন মহলখান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উত্তর বন্দর এলাকার জসিম উদ্দিন ওরফে টুয়েন্টি জসিম (৩৮) ও বাঁশখালী থানার সাধনপুর এলাকার মো. সেলিম (২৮)।

র্

যাব জানায়, মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মহলখান বাজার এলাকায় কয়েকজন অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জসিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশি রিভলবার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র্

যাব আরও জানায়, গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে কর্ণফুলী ও আনোয়ারা থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, চুরিসহ ৫টি এবং সেলিমের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকসংক্রান্ত ২টি মামলা রয়েছে। উদ্ধার করা অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তারকৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে আটক করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ কেজি গাঁজা। বুধবার দিবাগত রাতে উপজেলার গাড়াবাড়িয়া ও সাহেবনগরে এ অভিযান চালানো হয়। আটকরাকৃত হলো- উপজেলার রাধা গোবিন্দপুর ধলা গ্রামের সবুজ ইসলাম (২৪) ও সাহেবনগর গ্রামের উজির আলী (৬২)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সীমান্ত এলাকা গাড়াবাড়িয়া রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন তথ্যে পুলিশের একটি টিম তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় সবুজ ইসলামের কাছে থাকা ব্যাগ তলস্নাশি চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়। এদিকে সাহেবনগর গ্রামের উজির আলীর বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্যে পুলিশের অপর একটি টিম অভিযান চালায়। এ সময় তার হেফাজতে থাকা ৫১৫ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়।

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় ২১ বোতল ফেনসিডিলসহ নাজির মিয়া (৩৮) নামের এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কাশিনাথপুর পশ্চিমপাড়া চার রাস্তা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামি নাজির মিয়া কাশিনাথপুর ইউনিয়নের এদ্রাকপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে।

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ নাজির আলীকে আটক করেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে