নোয়াখালীতে রেলপথে দূরত্বভিত্তিক রেয়াত পুনর্বহালের দাবি, নীলফামারীর কিশোরগঞ্জে সংবাদকর্মীকে মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ, টাঙ্গাইলের কালিহাতী সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি, সাভারে ভেজাল খাদ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্তরের মানুষ। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, রেলপথে দূরত্বভিত্তিক রেয়াত পুনর্বহাল দাবিতে মানববন্ধন নোয়াখালীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার জেলা শহরের মাইজদী কোর্ট স্টেশনে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নোয়াখালী জেলা কমিটির সদস্য শান্ত ভুইয়া। প্রধান বক্তা ছিলেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান। বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া, সুশীল সমাজের প্রতিনিধি ইয়াসির জামান, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহমেদ ইসহাক, গণকমিটির সংগঠক মামুনুর রশিদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নোয়াখালীর সংগঠক মো. শামসুদ্দিন শিপন পূর্ণ শেখ শামশির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য নফিউল ইসলাম।
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি জানান, সংবাদকর্মীকে মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদসহ শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের শাস্তির দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা। বুধবার উপজেলা চত্বরের সামনে কিশোরগঞ্জ উপজেলা সম্মলিত সাংবাদিক ঐক্য জোট আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক আহসান হক চন্দন, সদস্য সচিব সামসুজ্জামান সুমন, যুগ্ম আহ্বায়ক ইয়ামিন কবির স্বপন, সাংবাদিক আব্দুর রউফ হাযদার, যুগ্ম আহ্বায়ক শাকিল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, কাওছার হামিদ, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন, আশরাফুল ইসলাম রাজু।
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাব-রেজিস্ট্রারের কক্ষে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখার হুমকির প্রতিবাদ ও সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে প্রেস ক্লাবের সাংবাদিকরা। বুধবার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বাসস্ট্যান্ডের প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। উলেস্নখ্য, সাব-রেজিস্ট্রারের অফিসের এক কর্মকর্তার বক্তব্য নিতে গিয়ে সংবাদ কর্মীদের অবরুদ্ধ করার হুমকি দেন সাব-রেজিস্ট্রার। মানববন্ধনে বক্তব্য রাখেন কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনসহ প্রেস ক্লাবের সব সাংবাদিক ছিলেন।
সাভার প্রতিনিধি জানান, একদিকে খাদ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, অন্যদিক খাদ্যে ভেজাল, যেন মানুষ দিশেহারা। তাই ভেজাল খাদ্য বন্ধের দাবি জানিয়ে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে সাভারে মানববন্ধন করেছে বিভিন্ন স্তরের মানুষ। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ভেজালবিরোধী বিভিন্ন সেস্নাগান লেখা ফেস্টুন, ক্যাপ পরিধান করে। মানববন্ধনে ছিলেন সাভার উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, সুমন জন রোজারিও, সমাজসেবক মনির হোসেন, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান, আবুল কালাম আজাদ, জান্নাতুল ইসলাম ফেরদৌসী প্রমুখ। মানববন্ধন শেষে ভেজাল খাদ্য প্রতিরাধে করণীয় শীর্ষক নেটওয়ার্ক ফোরাম সভা অনুষ্ঠিত হয়।